আসামির স্থলে ছবি প্রকাশে ছাত্রদল নেতার সংবাদ সম্মেলন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার হওয়া আসামির স্থলে নিজের ছবি প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন মানিকগঞ্জের সিংগাইর উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব মিল্টন মাহমুদ। তিনি পৌরসভার নয়াডাঙ্গী মহল্লার মো. আলতাফ হোসেনের ছেলে।
রোববার (১০ আগস্ট) দুপুর সাড়ে ১২টায় নয়াডাঙ্গী কাঁচামালের আড়তের অফিসে এ সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী মিল্টন মাহমুদ ও তার পরিবার।
আরও পড়ুন: আশুলিয়ায় স্ত্রীকে শ্বাসরুদ্ধ করে হত্যা, স্বামী গ্রেফতার
লিখিত বক্তব্যে মিল্টন মাহমুদ জানান, গত ৮ আগস্ট জাতীয় দৈনিক ইত্তেফাক, যায় যায় দিন ও ঢাকা পোস্টসহ কয়েকটি গণমাধ্যমে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনা নিয়ে সংবাদ প্রকাশ হয়। ওই ঘটনায় কিরণ নামের এক ব্যক্তিকে যৌথ বাহিনী গ্রেপ্তার করলেও, তার স্থলে ভুলবশত আমার ছবি প্রকাশ করা হয়েছে।
তিনি বলেন, এটি নিঃসন্দেহে আমার বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র। রাজনৈতিক প্রতিপক্ষ আমাকে দল থেকে মাইনাস করার লক্ষ্যে এ কাজে সহযোগিতা করেছে। তিনি আরও জানান, দেশের শীর্ষস্থানীয় গণমাধ্যম যাচাই-বাছাই না করেই তার ছবি ব্যবহার করায় তিনি মর্মাহত।
আরও পড়ুন: না ফেরার দেশে বরেণ্য শিক্ষাবিদ অধ্যাপক যতীন সরকার
মিল্টন মাহমুদ সতর্ক করে বলেন, সংশ্লিষ্ট গণমাধ্যম দ্রুত ক্ষমা চেয়ে ফলোআপ সংবাদ প্রকাশ না করলে তিনি আইনের আশ্রয় নেবেন।
সংবাদ সম্মেলনে তার বড় ভাই সাবেক পৌর কাউন্সিলর আকরাম হোসেন, পরিবারের সদস্যরা, স্থানীয় বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।