গোপালগঞ্জে প্রায় ২১ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

Sanchoy Biswas
নেওয়াজ আহমেদ পরশ, গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ৮:২৭ অপরাহ্ন, ১৯ অগাস্ট ২০২৫ | আপডেট: ১১:০৫ অপরাহ্ন, ১৯ অগাস্ট ২০২৫
ছবি: বাংলাবাজার পত্রিকা
ছবি: বাংলাবাজার পত্রিকা

গোপালগঞ্জের কাশিয়ানী থেকে ২০ কেজি ৮০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০।

আজ মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুরে কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া গোলচত্বর বাসস্ট্যান্ড এলাকা থেকে র‍্যাব-১০ ফরিদপুরের একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করে।

আরও পড়ুন: ছাত্রলীগের হামলায় মানসিক ভারসাম্য হারানো ছাত্রদল নেতার চিকিৎসার দায়িত্ব নিলেন তারেক রহমান

গ্রেফতারকৃতরা হলেন, ঢাকা মিরপুর-১৪ এলাকার বাসিন্দা আলম মিয়ার ছেলে মনির মিয়া (৫৫) ও মোহাম্মদপুর এলাকার আব্দুর রহিমের ছেলে ওয়াসিম সিদ্দিকী (৪৮)।

র‌্যাব-৬ এর ভাটিয়াপাড়া ক্যাম্প জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা পিরোজপুরগামী দোলা পরিবহনের একটি বাসে যাত্রীবেশে দুই মাদক ব্যবসায়ী গাঁজা পরিবহন করছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় র‌্যাব-১০ ফরিদপুরের ২০ সদস্যের একটি বিশেষ দল। স্কোয়াড্রন লিডার মো. তরিকুল ইসলামের নেতৃত্বে ফরিদপুর এলাকা থেকে ওই বাসের পিছু নিয়ে কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া গোলচত্বর বাসস্ট্যান্ডে এসে বাস তল্লাশি করে তাদেরকে আটক করে। এসময় তাদের কাছ থেকে ২০ কেজি ৮০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

আরও পড়ুন: রইস উদ্দিনকে ওমরাহ করিয়ে এবার তার বাড়িতে অপু বিশ্বাস

অভিযান শেষে আটককৃতদের ভাটিয়াপাড়া র‌্যাব-৬ ক্যাম্পে নেওয়া হয়। সেখানে প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। আটককৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে র‌্যাব।