দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পদ হারালেন পটুয়াখালী জেলা মহিলা দল সভাপতি আফরোজা সীমা

Sanchoy Biswas
অপূর্ব সরকার, পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ১০:২৬ অপরাহ্ন, ১২ অগাস্ট ২০২৫ | আপডেট: ৩:২০ অপরাহ্ন, ২৮ নভেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

চাঁদাবাজি, দখলবাজি ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পটুয়াখালী জেলা জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা বেগম সীমাকে পদ থেকে অব্যাহতি দিয়েছে কেন্দ্রীয় মহিলা দল। মঙ্গলবার সংগঠনের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত চিঠিতে এ সিদ্ধান্ত জানানো হয়।

মঙ্গলবার (১২ আগস্ট) দুপুরে মহিলা দলের কেন্দ্রীয় সভাপতি আফরোজা আব্বাস ও সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ স্বাক্ষরিত চিঠিতে উল্লেখ করা হয়েছে, আফরোজা সীমার বিরুদ্ধে চাঁদাবাজি, দখলবাজি, দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি-আদর্শ ও সংহতি পরিপন্থী অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ প্রমাণিত হওয়ায় জেলা সভাপতি পদসহ দলের সকল পর্যায়ের পদ স্থগিত করা হয়েছে।

আরও পড়ুন: ধামরাইয়ে পার্কিং করা যাত্রীবাহী বাসে রহস্যজনক আগুন

আফরোজা সীমা শেরেবাংলা বালিকা মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এর আগে গত শুক্রবার এশিয়ান টেলিভিশনের অনলাইন প্রতিনিধি রাকিবুল ইসলাম তনুকে পেটানোর হুমকি দেওয়ার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। অভিযোগে বলা হয়, বিদ্যালয়ের শ্রেণিকক্ষে চলমান এক সালিশে বাগ্‌বিতণ্ডার এক পর্যায়ে তিনি ওই সাংবাদিককে বলেন, “ঘাড় নিচু করে কুঁয়ো নামু... তোকে এখানেই বেঁধে পিটালে কোনো সাংবাদিক আসবে না আমার ধারে।”

ঘটনার একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, যা ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে।

আরও পড়ুন: খুলনা ১ আসনে কৃষ্ণ নন্দী জামায়াতের প্রার্থী হতে পারে

এ বিষয়ে আফরোজা সীমা সাংবাদিকদের বলেন, তনুর সঙ্গে একটি বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়েছিল, যা গোপনে ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে। তিনি দাবি করেন, এটি একটি ভুল বোঝাবুঝি মাত্র।