পটুয়াখালীতে এটিএম বুথ ডাকাতির মূল হোতা গ্রেপ্তার

পটুয়াখালী শহরের বহুল আলোচিত ডাচ-বাংলা ব্যাংকের ফাস্ট ট্র্যাক এটিএম বুথ ডাকাতির মূল হোতা মোহাম্মদ জাহিদুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুরে সদর উপজেলার মৌকরণ বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
আরও পড়ুন: সাংবাদিক পরিচয়ে ইয়াবা পাচার করা সেই মুজাহিদ গ্রেপ্তার
গ্রেপ্তারের পর জাহিদের দেওয়া তথ্যের ভিত্তিতে শহরের বালিকা বিদ্যালয়ের পাশের একটি পুকুর থেকে চুরি হওয়া মালামাল উদ্ধার করা হয়েছে। এছাড়া ঘটনাস্থলের সামনেই একটি মনিটর ও একটি মোবাইল ফোনও উদ্ধার করেছে পুলিশ।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ আহমেদ জানান, “জাহিদের বাড়ি বাউফল উপজেলার নওমালা এলাকায়। তাকে গ্রেপ্তারের পর তার স্বীকারোক্তি অনুযায়ী মনিটর, মোবাইলসহ চুরি হওয়া বিভিন্ন মালামাল উদ্ধার করা হয়েছে।”
আরও পড়ুন: সিলেটে এবার উৎমাছড়া পর্যটনকেন্দ্রের দুই লাখ ঘনফুট পাথর উদ্ধার
১৬ আগস্ট রাতে শহরের সদর রোডে একই সময়ে একটি মোবাইলের দোকান, ডাচ-বাংলা ব্যাংকের ফাস্ট ট্র্যাক এটিএম বুথ এবং একটি চশমার দোকানে ডাকাতির ঘটনা ঘটে। এ ঘটনার পর থেকেই পুলিশ আসামিদের গ্রেপ্তারে তৎপরতা চালিয়ে আসছিল।