সাংবাদিক পরিচয়ে ইয়াবা পাচার করা সেই মুজাহিদ গ্রেপ্তার

Sadek Ali
বাঁশখালী প্রতিনিধি
প্রকাশিত: ১১:৩০ পূর্বাহ্ন, ২০ অগাস্ট ২০২৫ | আপডেট: ১২:১২ অপরাহ্ন, ২০ অগাস্ট ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

মোটরসাইকেলে প্রেস স্টিকার লাগিয়ে চট্টগ্রাম, কক্সবাজার সদর ও টেকনাফসহ বিভিন্ন জায়গায় মাদক নিয়ে ঘুরে বেড়াতেন নুরুল আলম মুজাহিদ। পুলিশের চেকপোস্টসহ বিভিন্ন প্রশাসনিক জায়গায় পরিচয়ে দিতেন দৈনিক আজকের বসুন্ধরা পত্রিকার স্টাফ রিপোর্টার। স্ত্রীকে দিয়েও করাতেন মাদক ব্যবসা। একাধিকবার গ্রেপ্তারের পরও জেল থেকে বেরিয়ে সাংবাদিক পরিচয়ে একইভাবে শুরু করতেন ইয়াবা পাচার। এদিকে কথিত সেই সাংবাদিক মুজাহিদকে (৪২) আটক করেছে বাঁশখালী থানা পুলিশ। 

মঙ্গলবার বিকেলে উপজেলার দক্ষিণ পুইছড়ি সীমান্ত ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। এ সময় তাঁর কাছ থেকে দুই হাজার ৪’শ পিস ইয়াবা ও প্রেস স্টিকারযুক্ত একটি মোটরসাইকেল জব্দ করা হয়। আটককৃত নুরুল আলম মুজাহিদ টেকনাফ উপজেলার নীলা ইউপির রঙ্গিখালী এলাকার আবদুর রহমানের পুত্র। 

আরও পড়ুন: পিরোজপুরে চিরকুট লিখে নবম শ্রেণির শিক্ষার্থীর আত্মহত্যা

পুলিশ সুত্রে জানা যায়, ‘মাদক ব্যবসায়ী মুজাহিদ সাংবাদিক পরিচয়ে ঢাকা, চট্টগ্রামসহ বিভিন্ন জায়গায় ইয়াবা পাচার করেন নিয়মিত। ২০২৩ সালের ৩ এপ্রিল ঢাকার যাত্রাবাড়ী থানা ও ২০২১ সালের ২৫ সেপ্টেম্বর পল্টন থানা এলাকায় মাদক পাচারকালে পুলিশের হাতে আটক হন। ২০২২ সালে কক্সবাজার সদর থানা, ২০১১ সালে টেকনাফ থানায় আটক ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ মামলায় অভিযুক্ত হন। ২০২৩ সালের ২৩ মার্চ কক্সবাজার বিজিবি ক্যাম্প এলাকায় তার স্ত্রীও আটক হন। এ সময় তার স্ত্রী অজুফা ইয়াসমিনের ব্যাগ থেকে ৯ হাজার ৪’শ পিস ইয়াবা উদ্ধার করা হয়।’

অভিযানে নেতৃত্ব দেওয়া বাঁশখালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুধাংশু শেখর হালদার ও উপ-পরিদর্শক জামাল হোসেন বলেন, ‘গোপন সংবাদ পেয়ে বাঁশখালীর পুঁইছড়ির সীমান্ত এলাকায় চেকপোস্ট বসানো হয়। তার গাড়ি দেখতে পেয়ে থামানোর নির্দেশ দিলে সে সাংবাদিক পরিচয়ে পুলিশের সাথে তর্ক করেন। পরে তাঁর ব্যাগ তল্লাশি করে দুই হাজার ৪’শ পিস ইয়াবা ও প্রেস স্টিকারযুক্ত মোটরসাইকেল জব্দ করা হয়।

আরও পড়ুন: কুমিল্লায় ৫২ পাসপোর্টসহ দালাল ও মানবপাচারকারী আটক

বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, ‘পুঁইছড়িস্থ সীমান্ত ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে মুজাহিদকে আটক করা হয়। এ সময় তাঁর ব্যাগে দুই হাজার ৪’শ পিস ইয়াবা পাওয়া যায়। তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। মূলত সে বিভিন্ন জায়গায় একটি পত্রিকার সাংবাদিক পরিচয় দিয়ে ইয়াবা পাচার করতেন। তার বিরুদ্ধে রাজধানীর যাত্রাবাড়ী-পল্টনসহ দেশের বিভিন্ন থানায় মাদক সংক্রান্ত একাধিক মামলা রয়েছে।