মহাখালীর সাততলা বস্তিতে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট

রাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট।
বুধবার (২০ আগস্ট) দুপুর ২টা ৩৭ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস। তাৎক্ষণিকভাবে রাজধানীর বিভিন্ন স্টেশন থেকে সাতটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়।
আরও পড়ুন: ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ, যাত্রীদের ভোগান্তি
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রোজিনা আক্তার জানান, “আগুন লাগার সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের ৭টি ইউনিট পাঠানো হয়েছে। তবে যানজটের কারণে এখনো কোনো ইউনিট ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি।”
তিনি আরও জানান, আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি। তদন্ত শেষে বিস্তারিত তথ্য জানানো হবে।
আরও পড়ুন: মোহাম্মদপুরের শীর্ষ সন্ত্রাসী ‘ভাগ্নে বিল্লাল’ গ্রেপ্তার
ঘটনাস্থলে ভিড় করেছে স্থানীয় জনতা। আগুনের তীব্রতা এবং আশপাশের ঘনবসতির কারণে বড় ধরনের ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।