তিন দিনের সফর শেষে কুয়ালালামপুর থেকে দেশে ফিরছেন প্রধান উপদেষ্টা ড. মো. ইউনূস
তিন দিনের রাষ্ট্রীয় সফর শেষে মালয়েশিয়া থেকে দেশে ফিরছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। বুধবার (১৩ আগস্ট) স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হন তিনি।
প্রধান উপদেষ্টার প্রেস উইং সূত্রে এ তথ্য জানানো হয়েছে।
আরও পড়ুন: দুই উপদেষ্টার পদত্যাগ আগামী সপ্তাহে
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে ড. ইউনূস এই সফরে অংশ নেন। সফরের শুরুতে সোমবার (১১ আগস্ট) সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে পৌঁছান তিনি।
সফরকালে প্রধান উপদেষ্টা মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন এবং দেশটির বিভিন্ন উচ্চপর্যায়ের নেতৃবৃন্দের সঙ্গে একাধিক গুরুত্বপূর্ণ বৈঠকে অংশগ্রহণ করেন।
আরও পড়ুন: মৃত্যুদণ্ডপ্রাপ্ত বিশ্বনেতাদের উত্থান, পতন ও পরিণতি
সফরের দ্বিতীয় দিনে ড. ইউনূসের উপস্থিতিতে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে পাঁচটি সমঝোতা স্মারক (MoU) এবং তিনটি নোট বিনিময় হয়। গুরুত্বপূর্ণ এই চুক্তিগুলোর মধ্যে রয়েছে:
- প্রতিরক্ষাবিষয়ক সহযোগিতা
- এলএনজি ও পেট্রোলিয়াম সরবরাহ এবং অবকাঠামো নির্মাণ সংক্রান্ত জ্বালানি সহযোগিতা
- বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (BIISS) ও মালয়েশিয়ার ইনস্টিটিউট অব স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ (ISIS)-এর মধ্যে গবেষণা সহযোগিতা
- বাংলাদেশ-মালয়েশিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (BMCCI) ও মালয়েশিয়ার চিপ নির্মাতা প্রতিষ্ঠান মিমোস (MIMOS)-এর মধ্যে প্রযুক্তিগত সহযোগিতা
- বাংলাদেশের এফবিসিসিআই (FBCCI) এবং মালয়েশিয়ার ব্যবসায়িক চেম্বারের মধ্যে বাণিজ্যিক সহযোগিতা
সফরটি দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও জোরদার করবে বলে আশা প্রকাশ করেছে উভয় দেশ।





