ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ, যাত্রীদের ভোগান্তি

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৬:২৭ অপরাহ্ন, ১৯ অগাস্ট ২০২৫ | আপডেট: ৮:৩৩ অপরাহ্ন, ২০ অগাস্ট ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ময়মনসিংহের মাসকান্দায় ইউনাইটেড পরিবহণের একটি কাউন্টার ভাঙচুরের জেরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সব ধরনের যান চলাচল বন্ধ করে দিয়েছে পরিবহণ শ্রমিক ও সংশ্লিষ্টরা। এ ঘটনায় মঙ্গলবার (১৯ আগস্ট) বিকাল থেকে মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়, চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকাল ৪টার দিকে হঠাৎ ৭০-৮০ জনের একটি দল মাসকান্দায় অবস্থিত ইউনাইটেড পরিবহণের একটি কাউন্টারে হামলা চালায় এবং ব্যাপক ভাঙচুর করে। ঘটনার পরপরই ক্ষুব্ধ পরিবহণ শ্রমিকরা সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করে এবং যান চলাচল সম্পূর্ণরূপে বন্ধ করে দেয়।

আরও পড়ুন: মহাখালীর সাততলা বস্তির আগুন নিয়ন্ত্রণে

তবে কারা এবং কেন এই ভাঙচুরের ঘটনা ঘটিয়েছে, সে বিষয়ে এখনও কোনো তথ্য পাওয়া যায়নি। হামলার পেছনে কোনো সংগঠিত চক্র জড়িত কি না, তা নিয়েও তৈরি হয়েছে নানা প্রশ্ন।

ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত থাকলেও এখন পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার বিষয়ে তেমন কোনো অগ্রগতি দেখা যায়নি।

আরও পড়ুন: মহাখালীর সাততলা বস্তিতে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট

এ বিষয়ে পরিবহণ মালিক বা শ্রমিকদের পক্ষ থেকে কেউ আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করতে রাজি হননি।

এদিকে যান চলাচল বন্ধ থাকায় ঢাকা ও ময়মনসিংহের মধ্যবর্তী এলাকায় আটকা পড়েছেন অসংখ্য যাত্রী। বিশেষ করে অফিসগামী মানুষ, নারী ও শিশুরা চরম দুর্ভোগের শিকার হচ্ছেন।

ঘটনার পর থেকে পুরো এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। প্রশাসনের পক্ষ থেকে পরিস্থিতি স্বাভাবিক করতে চেষ্টা চলছে বলে জানা গেছে।