আধিপত্যবাদী শকুরীরা দেশের মানচিত্র খুবড়ে খাওয়ার চেষ্টা করেছে: রিজভী

Sanchoy Biswas
জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ৪:৪৭ অপরাহ্ন, ২০ অগাস্ট ২০২৫ | আপডেট: ৮:৩৬ অপরাহ্ন, ২০ অগাস্ট ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

সাম্রাজ্যবাদী শক্তি ও আধিপত্যবাদী ‘শকুরী’রা এ দেশের মানচিত্রকে খুবড়ে খাওয়ার চেষ্টা করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

বুধবার (২০ আগস্ট) দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

আরও পড়ুন: বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে ৬ দিনের কর্মসূচি ঘোষণা

রিজভী বলেন, “বাকশালের অন্ধকার অঞ্চল থেকে আলোকিত বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। সংবাদপত্রের স্বাধীনতা ফিরিয়ে দিয়েছিলেন তিনি। জাতীয় ও আন্তর্জাতিক চক্রান্তের অংশ হিসেবে ১৯৮১ সালের ৩০ মে তাকে চট্টগ্রাম সার্কিট হাউসে নির্মমভাবে হত্যা করা হয়।”

তিনি আরও বলেন, “মাত্র কয়েক বছরে তিনি মানুষকে দিয়েছিলেন নিরাপত্তা, স্বস্তি ও বাঁচার নিশ্চয়তা। কিন্তু সেই পরিবর্তন কিছু মহল মেনে নিতে পারেনি বলেই তাকে হত্যা করা হয়।”

আরও পড়ুন: হিট অফিসারের হুক্কা লাউঞ্জে অভিযানে আটক ৩, বিপুল পরিমাণ সীসা মাদক উদ্ধার

বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরে রিজভী অভিযোগ করেন, “এই দেশকে আবারো ষড়যন্ত্রের অন্ধগলিতে ঠেলে দেওয়া হয়েছে। ১৬ বছর ধরে ৭৫ সালের পতিত ফ্যাসিবাদ নতুন রূপে ক্ষমতায় এসেছে। দেশে চলছে দুঃশাসন, গুপ্ত হত্যা, বিরোধী রাজনীতিকে নিশ্চিহ্ন করার অপচেষ্টা এবং সংবাদপত্র ও মতপ্রকাশের স্বাধীনতা হরণ।”

তিনি দাবি করেন, “ছাত্র ও জনতার চলমান আন্দোলনের ধারাবাহিকতায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আন্দোলনকে সুসংগঠিত করেছেন। তবে গণতন্ত্র এখনো পুনরুদ্ধার হয়নি। সেই লক্ষ্যে আমাদের আরও কঠিন পথ পাড়ি দিতে হতে পারে।”

রিজভী বলেন, “আমাদের কাজ এখনো শেষ হয়নি। অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত হয়নি। নানা ধরনের চক্রান্ত ও মাস্টারপ্ল্যানের কথা আমরা শুনছি। তাই দলের সকল পর্যায়ের নেতাকর্মী ও জাতীয়তাবাদী শক্তিকে প্রস্তুত থাকতে হবে।”

সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, আব্দুস সালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক জিকে গউসসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।