চৌদ্দগ্রামে হোটেলে আবারো যৌথবাহিনীর অভিযান, মাদকসহ আটক ১

Sadek Ali
মো. মাসুদ রানা, কুমিল্লা প্রতিনিধি
প্রকাশিত: ৯:৪৮ পূর্বাহ্ন, ২০ অগাস্ট ২০২৫ | আপডেট: ১২:০১ অপরাহ্ন, ২০ অগাস্ট ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

কুমিল্লার চৌদ্দগ্রামে গাঁজাসহ তুহিন (২৭) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে যৌথবাহিনী। 

চৌদ্দগ্রাম আর্মি ক্যাম্পের জেসিও সিনিয়র ওয়ারেন্ট অফিসার মনজুরুল হকের নেতৃত্বে যৌথবাহিনীর সদস্যরা সোমবার (১৮ আগষ্ট) রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জগমোহনপুর এলাকার ভূঁইয়া ট্রাক হোটেল থেকে তাকে আটক করে। আটককৃত তুহিন সাতক্ষীরা সদরের গোনা গ্রামের রওশন আলীর ছেলে।

আরও পড়ুন: সাংবাদিক পরিচয়ে ইয়াবা পাচার করা সেই মুজাহিদ গ্রেপ্তার

তথ্যটি নিশ্চিত করেন চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: হিলাল উদ্দিন আহমেদ।

চৌদ্দগ্রাম থানার উপ-পরিদর্শক সাইদুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর অভিযানে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ১.৮ কেজি গাঁজা, নগদ টাকা ও একটি এন্ড্রয়েড মোবাইল সেট উদ্ধার করা হয়। আটককৃত যুবককে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।’

আরও পড়ুন: সিলেটে এবার উৎমাছড়া পর্যটনকেন্দ্রের দুই লাখ ঘনফুট পাথর উদ্ধার