চৌদ্দগ্রামে হোটেলে আবারো যৌথবাহিনীর অভিযান, মাদকসহ আটক ১

কুমিল্লার চৌদ্দগ্রামে গাঁজাসহ তুহিন (২৭) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে যৌথবাহিনী।
চৌদ্দগ্রাম আর্মি ক্যাম্পের জেসিও সিনিয়র ওয়ারেন্ট অফিসার মনজুরুল হকের নেতৃত্বে যৌথবাহিনীর সদস্যরা সোমবার (১৮ আগষ্ট) রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জগমোহনপুর এলাকার ভূঁইয়া ট্রাক হোটেল থেকে তাকে আটক করে। আটককৃত তুহিন সাতক্ষীরা সদরের গোনা গ্রামের রওশন আলীর ছেলে।
আরও পড়ুন: সাংবাদিক পরিচয়ে ইয়াবা পাচার করা সেই মুজাহিদ গ্রেপ্তার
তথ্যটি নিশ্চিত করেন চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: হিলাল উদ্দিন আহমেদ।
চৌদ্দগ্রাম থানার উপ-পরিদর্শক সাইদুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর অভিযানে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ১.৮ কেজি গাঁজা, নগদ টাকা ও একটি এন্ড্রয়েড মোবাইল সেট উদ্ধার করা হয়। আটককৃত যুবককে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।’
আরও পড়ুন: সিলেটে এবার উৎমাছড়া পর্যটনকেন্দ্রের দুই লাখ ঘনফুট পাথর উদ্ধার