সাভারে উপজেলা প্রশাসন ও সাস’র উদ্যোগে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিত হয়েছে

Sanchoy Biswas
মো. রফিকুল ইসলাম জিলু, সাভার
প্রকাশিত: ১২:০০ পূর্বাহ্ন, ১৩ অগাস্ট ২০২৫ | আপডেট: ১২:৫৮ পূর্বাহ্ন, ১৪ অগাস্ট ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

‘প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাভারে নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস। মঙ্গলবার (১২ আগস্ট) সকালে সাভার উপজেলা প্রশাসনের উদ্যোগে এবং পল্লি কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর আর্থিক ও কারিগরি সহযোগিতায় সোশ্যাল আপলিফটমেন্ট সোসাইটি (সাস)-এর অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র‌্যালির উদ্বোধন করেন সাভার উপজেলা নির্বাহী অফিসার মো. আবুবকর সরকার।

র‌্যালি ও আলোচনায় অংশ নেন সাভার উপজেলা যুব উন্নয়ন অফিসার রেজাউল করিম তরফদার, উপজেলা প্রাণীসম্পদ অফিসার ডা: মোহাম্মদ শওকত আলী, সোশ্যাল আপলিফটমেন্ট সোসাইটি (সাস)-এর উপ-পরিচালক (এমসি) মঞ্জুর মোর্শেদ, রেইজ প্রকল্পের কো-অর্ডিনেটর বাবুর মোড়লসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: সাদা পাথর রক্ষায় প্রশাসনের ৫ দফা সিদ্ধান্ত

র‌্যালী শেষে অনুষ্ঠিত এক আলোচনা সভায় সোশ্যাল আপলিফটমেন্ট সোসাইটি (সাস) এর উপ-পরিচালক মঞ্জুর মোর্শেদ বলেন, রেইজ প্রকল্পের মাধ্যমে আমরা চেষ্টা করছি তরুণদের দক্ষতা উন্নয়নে এবং তাদের নেতৃত্বের গুণাবলি গড়ে তুলতে। একত্রে কাজ করার মানসিকতা গড়ে তোলাই আজকের যুবশক্তির সবচেয়ে বড় চাহিদা।

এ সময় বিশেষ অতিথি সাংবাদিক মো. দিদারুল ইসলাম বলেন, যুবশক্তিকে দক্ষ করে গড়ে তুলতে পারলে দেশের আরো উন্নয়ন করা সম্ভব। প্রায় ৫শ জন শিক্ষনবিশকে কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে বিকল্প কর্মসংস্থানের মাধ্যমে গড়ে তোলার জন্য রেইজ প্রকল্পকে ধন্যবাদ জানান।

আরও পড়ুন: ‎পাবনায় অনির্দিষ্টকালের জন্য ডাকা পরিবহণ ধর্মঘট প্রত্যাহার