পাবনায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে যুবদল নেতা নিহত
পাবনা সদর উপজেলার গয়েশপুর ইউনিয়নে প্রতিপক্ষের ছুরিকাঘাতে মেহেদী মাসুদ পাভেল (৩৫) নামে এক যুবদল নেতা নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন সজীব মোল্লা ওরফে ইমরান (২৪)।
শনিবার (২৩ আগস্ট) রাত ১০টার দিকে ইউনিয়নের ইসলামপুর বাজারে এ ঘটনা ঘটে। নিহত পাভেল ইসলামপুর গ্রামের মৃত মোসলেম মাস্টারের ছেলে এবং স্থানীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক। আহত ইমরানকে গুরুতর অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আরও পড়ুন: তিতাস, হবিগঞ্জ, বাখরাবাদ এবং মেঘনা ফিল্ডে ৭টি কূপ ওয়ার্কওভার
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা ও পূর্ব বিরোধ নিয়ে পাভেলের সঙ্গে জনি, জুয়েল, নজরুল, মফিজ উদ্দিন, ময়েজ উদ্দিন প্রামাণিক, তৌফিক উদ্দিন, আশরাফ আলী, লিয়াকত ও দুলালদের দ্বন্দ্ব চলছিল। এর জেরে শনিবার রাতে বাজারে কথা কাটাকাটির একপর্যায়ে প্রতিপক্ষরা ধারালো অস্ত্র দিয়ে পাভেল ও ইমরানকে কুপিয়ে জখম করে। হাসপাতালে নেওয়ার পথে পাভেল মারা যান।
জেলা যুবদলের আহ্বায়ক ইলিয়াস আহমেদ হিমেল রানা অভিযোগ করে বলেন, “পাভেল নিয়মিত নামাজ পড়তো, ভালো মানুষ ছিল। মাদক ব্যবসার বিরুদ্ধে অবস্থান নেওয়ায় তাকে হত্যা করা হয়েছে। এর সঠিক বিচার চাই।”
আরও পড়ুন: লাখাইয়ে বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পূর্ব শত্রুতার জেরেই এ হত্যাকাণ্ড ঘটেছে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।





