দুই দশক পূর্বের লেনদেন নিয়ে সংঘর্ষ, চিকিৎসাধীন ১ জনের মৃত্যু
সাতক্ষীরার শ্যামনগরে দুই দশক পুর্বের টাকা লেনদেনের বিষয়কে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় মুজিবর গাজী (৬২) নামের একজনের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৬ আগস্ট) সকালে চিকিৎসাধীন অবস্থায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু হয়েছে। নিহত মজিবর গাজী শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নের বংশীপুর এলাকার মৃত আহাদ আলী গাজীর ছেলে।
শ্যামনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হুমায়ুন কবির মোল্লা মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায়, প্রায় দুই দশক পুর্বের টাকা লেনদেনের বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে মুজিবর গাজী ও বিমল সরকারসহ উভয় পক্ষের ৬ জন আহত হয়। সংঘর্ষ পরবর্তীতে স্থানীয়দের সহায়তা তাদেরকে উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এরমধ্যে অমল সরকার ও মুজিবর গাজীর অবস্থার অবনতি হলে ওইদিন তাদের সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে মুজিবর গাজীর মৃত্যু হয়।
আরও পড়ুন: ধামরাইয়ে পার্কিং করা যাত্রীবাহী বাসে রহস্যজনক আগুন
এ বিষয়ে শ্যামনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির মোল্লা প্রতিবেদককে বলেন, সংঘর্ষে ঘটনায় গতকাল ২৪ আগস্ট রাতেই শ্যামনগর থানায় আলাউদ্দিন ও সুশান্ত সরকার নামের দুইজন বাদী হয়ে উভয় পক্ষের দুটি মামলা করেছে। মামলায় জড়িতদের গ্রেফতারে চেষ্টা চলছে।





