৩ দিনে ৩৩ বাংলাদেশি জেলে অপহৃত, আতঙ্ক ছড়াচ্ছে আরাকান আর্মি

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৯:৫৬ পূর্বাহ্ন, ২৬ অগাস্ট ২০২৫ | আপডেট: ৯:৫৬ পূর্বাহ্ন, ২৬ অগাস্ট ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী সংগঠন আরাকান আর্মি (এএ) আবারও নাফ নদী থেকে বাংলাদেশি জেলেদের অপহরণ করেছে।

সোমবার (২৫ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে টেকনাফের শাহপরীর দ্বীপসংলগ্ন নাইক্ষ্যংদিয়া পয়েন্ট থেকে মাছ ধরার ট্রলারসহ ৭ জেলেকে ধরে নিয়ে যায় সংগঠনটির সদস্যরা।

আরও পড়ুন: নরসিংদীতে আগুনে পুড়লো ৩ শিল্পকারখানা

ট্রলার মালিক সমিতি জানিয়েছে, গত তিন দিনে মোট ৩৩ জেলে অপহৃত হয়েছে। চলতি মাসে ২০ দিনে ৪০ জেলে ও ছয়টি ট্রলার-নৌকা ধরে নিয়ে গেছে আরাকান আর্মি। এখনও কাউকেই ফেরত আনা সম্ভব হয়নি। এতে উপকূলের জেলেদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

ট্রলার মালিক সমিতির সাধারণ সম্পাদক আবুল কালাম জানান, সর্বশেষ অপহৃত ট্রলারের মালিক টেকনাফ পৌরসভার চৌধুরীপাড়ার আবদুল মোনাফের ছেলে উমর ছিদ্দিক। ট্রলারে থাকা মাঝি এবাদুল্লাহ মোবাইল ফোনে জানান, সাগর থেকে ফেরার পথে আরাকান আর্মির স্পিডবোট ট্রলারটিকে ধাওয়া করে আটক করে এবং পরে জেলেদের মিয়ানমারের ফাতংজা খালের দিকে নিয়ে যায়।

আরও পড়ুন: মাদারীপুরের নতুন ডিসি আফছানা কিশোরগঞ্জের রত্নগর্ভা মেধাবী মুখ

এ বিষয়ে জানতে কোস্টগার্ড ও বিজিবির স্থানীয় কর্তাদের একাধিকবার যোগাযোগ করা হলেও সাড়া মেলেনি।

প্রসঙ্গত, গত বছরের ডিসেম্বর থেকে এ পর্যন্ত নাফ নদী ও বঙ্গোপসাগরের বিভিন্ন পয়েন্ট থেকে ২৪৪ বাংলাদেশি জেলেকে অপহরণ করেছে আরাকান আর্মি। এর মধ্যে বিজিবির প্রচেষ্টায় ১৮৯ জেলে ও ২৭টি ট্রলার ফেরত আনা সম্ভব হয়েছে।