শেরপুরে গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বিএনপি নেতা বহিষ্কার
বগুড়ার শেরপুর উপজেলার খামারকান্দি ইউনিয়ন বিএনপির ৭ নং ওয়ার্ড সাধারণ সম্পাদক লিটন আজম (৪০) এর বিরুদ্ধে এক গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে। এঘটনায় ভুক্তভোগী শিরিনা খাতুন শনিবার শেরপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। অভিযুক্ত লিটন আজম ঝাঁজর গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে এবং ইউনিয়নের ৭নং ওয়ার্ড বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র সাধারণ সম্পাদক ছিলেন।
অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগীর স্বামীর (রাজ্জাক) সঙ্গে ঘনিষ্ঠতার সুবাদে লিটন প্রায়ই তাদের বাড়িতে যাতায়াত করতেন। এক পর্যায়ে তিনি গৃহবধূকে অনৈতিক প্রস্তাব দিতে থাকেন। এতে সাড়া না পেয়ে গত ২১শে আগস্ট রাতে স্বামীর অনুপস্থিতির সুযোগে তিনি বাড়িতে ঢুকে ধর্ষণের চেষ্টা চালান। গৃহবধূর চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে লিটন পালিয়ে যান।
আরও পড়ুন: ধামরাইয়ে পার্কিং করা যাত্রীবাহী বাসে রহস্যজনক আগুন
এদিকে অভিযুক্ত লিটন আজম অভিযোগ অস্বীকার করে বলেন, তার বিরুদ্ধে জমিজমা বিরোধের কারণে মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে। এবিষয়ে তিনি সংবাদ সম্মেলন করবেন বলে জানান।
অপরদিকে খামারকান্দি ইউনিয়নের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র সভাপতি কায়কোবাদ হোসেন জানান যে, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে উপজেলা বিএনপির নির্দেশে লিটন আজমকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
আরও পড়ুন: খুলনা ১ আসনে কৃষ্ণ নন্দী জামায়াতের প্রার্থী হতে পারে
এবিষয়ে শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জয়নুল আবেদীন বিষয়টি নিশ্চিত করেন এবং জানায় যে, এব্যাপারে থানায় একটি অভিযোগ দায়ের হয়েছে। তা তদন্ত সাপেক্ষে যথাযথ আইনানুগ বিধি ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।





