গাইবান্ধায় প্রবাসী দুই ভাইয়ের স্ত্রীর সঙ্গে পরকীয়া: খাটের নিচ ও ওয়্যারড্রব থেকে দুই বন্ধু আটক

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১১:০৯ অপরাহ্ন, ২৭ অগাস্ট ২০২৫ | আপডেট: ১১:১২ অপরাহ্ন, ২৭ অগাস্ট ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

গাইবান্ধার সুন্দরগঞ্জে প্রবাসী দুই ভাইয়ের স্ত্রীর সঙ্গে পরকীয়া করতে গিয়ে স্থানীয়দের হাতে ধরা পড়েছেন দুই যুবক। পরে তাদের মাথা ন্যাড়া করে গলায় জুতার মালা পরানো হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ওই দুই যুবকসহ দুই গৃহবধূকে আটক করে আদালতে প্রেরণ করেছে।

ঘটনাটি ঘটে সোমবার (২৫ আগস্ট) রাত ১১টার দিকে সুন্দরগঞ্জ উপজেলার রামজীবন ইউনিয়নের পশ্চিম রামজীবন গ্রামে।

আরও পড়ুন: সাতক্ষীরা তালায় ঘেরের আইলে সবজি চাষ, কৃষিতে সম্ভাবনার হাতছানি

আটককৃতরা হলেন—উত্তর বেকাটারী গ্রামের রেজাউল করিমের ছেলে মারুফ হোসেন (২২), প্রবাসী ওয়াহিদুল ইসলামের স্ত্রী ইয়ামিন বেগম (২০), উপজেলার বিবিসি মোড়ের জাহিদুল ইসলামের ছেলে আলমগীর ইসলাম (২৪) এবং প্রবাসী শহিদুল ইসলামের স্ত্রী আরফিনা বেগম (২০)।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রবাসী ভাই ওয়াহিদুল ইসলাম ও শহিদুল ইসলাম দীর্ঘদিন ধরে বিদেশে অবস্থান করছেন। এ সুযোগে তাদের স্ত্রীদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে দুই যুবকের। ঘটনার রাতে ওই দুই যুবককে ঘরে ঢুকিয়ে গৃহবধূরা খাওয়া-দাওয়া শেষে ঘুমিয়ে পড়ার ভান করেন। সন্দেহ হলে স্থানীয়রা বাড়ি ঘেরাও করে তল্লাশি চালান।

আরও পড়ুন: সাতক্ষীরায় ধানের শীষের কান্ডারী হিসেবে আলোচনার শীর্ষে এইচ. এম. রহমত উল্লাহ পলাশ

তল্লাশির সময় ঘরের খাটের নিচ থেকে মারুফ হোসেন এবং ওয়্যারড্রবের ভেতর থেকে আলমগীর ইসলামকে বের করে আনা হয়।

একজন প্রতিবেশী জানান, “রাতে বাড়ির পাশে দাঁড়িয়ে ছিলাম। এসময় দেখি দুই গৃহবধূ বাইরে ঘোরাঘুরি করছে। কিছুক্ষণ পর দুই যুবক ঘরে প্রবেশ করলে আমাদের সন্দেহ হয়। পরে কয়েকজন মিলে দরজা খুলে ঘরে ঢুকে খোঁজাখুঁজি করি। তখন খাটের নিচ ও আলমারির ভেতর থেকে দুজনকে বের করি।”

ঘটনার পর উত্তেজিত গ্রামবাসী চারজনকেই রশি দিয়ে বেঁধে রেখে মাথা ন্যাড়া করে গলায় জুতার মালা পরিয়ে দেয়।

রামজীবন ইউনিয়ন পরিষদের মেম্বার শাহজালাল সরকার বলেন, “প্রথমে বিষয়টি মীমাংসার চেষ্টা করা হয়েছিল। কিন্তু সমাধান না হওয়ায় শেষ পর্যন্ত পুলিশকে খবর দেওয়া হয়।”

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হাকিম আজাদ জানান, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে থানায় আনে। পরে চারজনকেই আদালতে সোপর্দ করা হয়েছে।”