বাউফলে কৃষক দলের কেন্দ্রীয় নেতা লিটু’র নেতৃত্বে খালের কচুরিপানা পরিষ্কার

ছবিঃ সংগৃহীত
আগামী জাতীয় সংসদ নির্বাচনে ১১১ পটুয়াখালী-২ বাউফল আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী বাউফল বিএনপির কাণ্ডারী সৎ, দক্ষ, পরিচ্ছন্ন রাজনীতিবিদ কৃষক দলের কেন্দ্রীয় নেতা একেএম মিজানুর রহমান লিটু’র নেতৃত্বে কৃষকের দুঃখ লাঘব ঘটাতে জমিতে জমে থাকা পানি নিষ্কাশনের জন্য খাল থেকে কচুরিপানা পরিষ্কার করা হয়েছে। শনিবার (০৬ সেপ্টেম্বর) সকাল ৯টার সময় বাউফল উপজেলার দাসপাড়া ইউনিয়নের খেজুরবাড়ীয়া এলাকার খাল থেকে এই কচুরিপানা পরিষ্কার করা হয়। দাসপাড়া ইউনিয়ন কৃষক দলের আয়োজনে স্থানীয় কৃষক ও উপজেলা কৃষক দলের নেতাকর্মীদের সাথে নিয়ে কৃষক দলের উদ্যোগে খাল থেকে এ কচুরিপানা পরিষ্কার করা হয়। এ সময় উপস্থিত ছিলেন কৃষক দলের বাউফল উপজেলা সদস্য সচিব মোঃ সোহেল আকন, দাসপাড়া ইউনিয়নের কৃষক দলের সাধারণ সম্পাদক মোঃ বেলাল হোসেন, মোঃ নিজাম শিকদার, কৃষক মোঃ সাইফুল মাতব্বর প্রমুখ।