নারায়ণগঞ্জে মেট্রোরেলের দাবিতে সবার ঐক্যবদ্ধ মানববন্ধন

Sanchoy Biswas
ইউসুফ আলী প্রধান, নারায়ণগঞ্জ সংবাদদাতা
প্রকাশিত: ৬:১৬ অপরাহ্ন, ০৭ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ১০:৫৫ অপরাহ্ন, ০৭ সেপ্টেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

নারায়ণগঞ্জ শহর, আদমজী, মদনপুরকে মেট্রোরেল (এমআরটি লাইন-২) প্রকল্পে যুক্ত করার দাবিতে ওয়ার্কিং ফর বেটার নারায়ণগঞ্জ-এর আয়োজনে শহরের প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

৭ সেপ্টেম্বর সকালে মানববন্ধনে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী সংগঠনের নেতাকর্মীসহ নানা শ্রেণি-পেশার লোকজন উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: কমলনগরে অধ্যক্ষ দেলোয়ার হোসেন টুমচরির নির্দেশে সরকারি বই বিক্রির অভিযোগ

ওয়ার্কিং ফর বেটার নারায়ণগঞ্জ-এর সভাপতি ও সাবেক সিটি কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদের সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য মাওলানা মঈন উদ্দিন আহমাদ, মহানগর জামায়াতের আমীর মাওলানা আবদুল জব্বার, মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টি, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজিব, জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি হাফিজুল ইসলাম, ইসলামী আন্দোলন নারায়ণগঞ্জ মহানগর কমিটির সভাপতি মাওলানা মাছুম বিল্লাহ, আমরা নারায়ণগঞ্জবাসী সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নূর উদ্দিন, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন মন্টু, গণসংহতির জেলা সমন্বয়ক তরিকুল সুজন, জেলা ছাত্র ফেডারেশনের সভাপতি ফারহানা মানিক মুনা-সহ আরও অনেকে।

মানববন্ধনে বক্তারা মেট্রোরেল প্রকল্পের সাথে দেশের শীর্ষ করদাতা জেলা শিল্পনগরী নারায়ণগঞ্জকে অন্তর্ভুক্ত করার দাবি জানান। অন্যথায় সড়ক অবরোধসহ কঠোর কর্মসূচির হুঁশিয়ারি উচ্চারণ করেন। এমআরটি-২ প্রকল্পে নারায়ণগঞ্জ শহর, আদমজী, মদনপুরকে যুক্ত রেখে প্রকল্প বাস্তবায়নের দাবি জানানো হয়।

আরও পড়ুন: লাশ পড়ানো ও পুলিশের গাড়ি হামলার ঘটনায় আরও ২ জন গ্রেপ্তার