নবীনগরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামায়াত, নবীনগর উপজেলা শাখার আয়োজনে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে আলোচনা সভা, র্যালি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৬ সেপ্টেম্বর) সকালে নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন: বাউফলে মা-মেয়েকে কুপিয়ে আহত করার অভিযোগ
বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামায়াত নবীনগর উপজেলা শাখার সভাপতি অধ্যক্ষ মুফতি মোঃ এনামুল হক কুতুবীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল মতিনের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য তকদীর হোসেন মোহাম্মদ জসীম, কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক কেএম মামুনুর রশীদ, উপজেলা বিএনপির সহ-সভাপতি গোলাম হোসেন টিটু, নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কাজী ওয়াজেদ উল্লাহ জসীম, প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ হোসেন শান্তি, উপজেলা যুবদলের আহবায়ক এমদাদুল বারী প্রমুখ। বক্তব্য রাখেন—অধ্যক্ষ ছায়েদুল ইসলাম মুনাজেরী, অধ্যক্ষ মোঃ নূরুল ইসলাম, সহকারী অধ্যাপক শরীফুল ইসলাম, প্রভাষক আনোয়ার হোসাইন, প্রভাষক বেলাল হোসাইন, প্রভাষক মেরাজুল হক হামিদি, মাওলানা মনিরুজ্জামান, মাওলানা আল আমিন যুক্তিবাদী, মাওলানা মাসুম বিল্লাহ, মাওলানা মোয়াজ্জেম হোসেন হানাফীসহ অনেকে।
বক্তারা বলেন, ঈদে মিলাদুন্নবী (সা.) মুসলিম উম্মাহর জন্য গভীর তাৎপর্যপূর্ণ একটি দিন। মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর আগমন মানবজাতিকে অন্ধকার থেকে আলোর পথে পরিচালিত করেছে। তাঁর আদর্শ ও জীবনদর্শন অনুসরণ করলে ব্যক্তি জীবন থেকে শুরু করে সমাজ ও রাষ্ট্রে শান্তি প্রতিষ্ঠিত হবে।
আরও পড়ুন: পাবনা-১ আসনের সীমানা পুনর্বহালের দাবিতে অবরোধ
এসময় আহলে সুন্নাত ওয়াল জামায়াতের বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীসহ হাজারো ধর্মপ্রাণ মুসল্লি উপস্থিত ছিলেন।