জামায়াত ক্ষমতায় গেলে যুবকদের জনসম্পদে পরিণত করবো: আমির সায়েদ আলী

Sadek Ali
এম. শাকিল রশিদ চৌধুরী, কুলাউড়া
প্রকাশিত: ১২:০৯ অপরাহ্ন, ০৩ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ৫:৫৫ অপরাহ্ন, ০৩ সেপ্টেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের এমপি প্রার্থী ও জেলা জামায়াতের আমির ইঞ্জিনিয়ার এম সায়েদ আলী বলেছেন, জামায়াতে ইসলামী যদি রাষ্ট্রীয় ক্ষমতায় আসে তাহলে এ দেশের তরুণদের জনসম্পদে পরিণত করা হবে। দেশের উন্নয়ন ও অগ্রগতির মূল শক্তি হলো যুবসমাজ। জুলাই বিপ্লবে তরুণরা যেমন অগ্রণী ভূমিকা রেখেছে, সেভাবেই তারা বেকার থেকে পিছিয়ে থাকতে পারে না।

তিনি আরও বলেন, দেশের স্বার্থে, জাতির স্বার্থে এবং দেশের উন্নয়নের স্বার্থে জামায়াতে ইসলামী ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবে। জুলাই বিপ্লবের প্রত্যাশা পূরণে জামায়াত নিরলসভাবে কাজ করে যাবে।

আরও পড়ুন: গোপালগঞ্জে আ.লীগ নেতার পদত্যাগ

মঙ্গলবার বিকেলে কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড জামায়াতের উদ্যোগে আয়োজিত যুবসমাবেশে এবং পরে রাঙ্গীছড়া বাজারে সর্বস্তরের জনসাধারণের সাথে পৃথক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কর্মধা ইউনিয়ন জামায়াতের যুব বিভাগের সভাপতি আব্দুর রহমান সুন্দরের সভাপতিত্বে ও সেক্রেটারি মুজাহিদুল ইসলামের পরিচালনায় সমাবেশে বিশেষ অতিথি ছিলেন কুলাউড়া উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী ও উপজেলা জামায়াতের আমির অধ্যাপক আব্দুল মুনতাজিম, জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি নিজাম উদ্দিন, উপজেলা যুব বিভাগের সভাপতি মারুফ আহমদ নাজিম প্রমুখ।

আরও পড়ুন: কক্সবাজারে সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস

এ ছাড়াও উপস্থিত ছিলেন কর্মধা ইউনিয়ন জামায়াতের ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা মারুফ আহমদ, সেক্রেটারি আবু সুফিয়ান, উপজেলা ছাত্রশিবিরের সাবেক সেক্রেটারি আবু বক্কর মোহাম্মদ সিপন, বায়তুলমাল সম্পাদক জাফরান আহমেদ খান, ১ নম্বর ওয়ার্ড সভাপতি ক্বারী আব্বাস আলী, সেক্রেটারি ডা. আব্দুল খালিক, রাউৎগাঁও ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আনু মিয়া, ছাত্রশিবির কুলাউড়া দক্ষিণ শাখার সভাপতি হাসান আল বান্না রাহী, কাঁঠালতলী বাজার ইউনিট সভাপতি আব্দুল গফুর মহরি, রাঙ্গীছড়া বাজার ইউনিট জামায়াতের নেতা লুবান আহমদ, সেক্রেটারি মুজাম্মিল হকসহ স্থানীয় নেতৃবৃন্দ।