সেন্টমার্টিন উপকূল থেকে ৫ ট্রলারসহ ৩০ জেলেকে ধরে নিল আরাকান আর্মি

কক্সবাজারের টেকনাফ উপকূলে সেন্টমার্টিন দ্বীপের কাছাকাছি বঙ্গোপসাগর থেকে পাঁচটি মাছ ধরার ট্রলারসহ অন্তত ৩০ জন বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী সংগঠন আরাকান আর্মি।
বুধবার (১০ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ পৌর বোট মালিক সমিতির সভাপতি সাজেদ আহমেদ। তিনি জানান, ট্রলারগুলোর মধ্যে তিনটি টেকনাফ পৌর এলাকার এবং দুটি শাহপরীরদ্বীপের বাসিন্দাদের মালিকানাধীন।
আরও পড়ুন: চাঞ্চল্যকর আলম হত্যাকাণ্ড: নিজ ছেলের হাতেই বৃদ্ধ পিতা খুন
চোখের সামনে ঘটনাটি দেখা স্থানীয় জেলেদের বরাত দিয়ে তিনি বলেন, সাগরে অন্তত ২০–৩০টি ট্রলার মাছ ধরছিল। হঠাৎ দুটি স্পিডবোটে করে আসা আরাকান আর্মির সদস্যরা অস্ত্রের মুখে কয়েকটি ট্রলার থামিয়ে দেয়। পরে পাঁচটি ট্রলারসহ জেলেদের জিম্মি করে নিয়ে যায়।
খবর পেয়ে বিজিবি, কোস্ট গার্ড ও প্রশাসনকে জানানো হয়েছে। তবে সঠিক কতজন জেলে ধরে নিয়ে যাওয়া হয়েছে তা এখনও নিশ্চিত নয় বলে জানিয়েছেন সাজেদ আহমেদ।
আরও পড়ুন: টানা চার দিন অন্ধকারে নবীনগর, বিদ্যুৎ অফিস ঘেরাও করে জনতার বিক্ষোভ
কোস্ট গার্ডের টেকনাফ স্টেশনের ইনচার্জ লেফটেন্যান্ট কমান্ডার সালাহউদ্দিন রশীদ তানভীর বলেন, “ঘটনাটি বিভিন্ন মাধ্যমে শোনা গেছে। বিস্তারিত যাচাইয়ের জন্য অনুসন্ধান চলছে।”