মদিনা সনদের মডেলে রাষ্ট্র গড়ার প্রতিশ্রুতি ইঞ্জিনিয়ার সায়েদ আলীর

মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের এমপি পদপ্রার্থী ও জেলা জামায়াতের আমির ইঞ্জিনিয়ার এম সায়েদ আলী বলেছেন, ৫৪ বছরে আমাদের অভিজ্ঞতা হলো- আল্লাহ্র আইন ও সৎ মানুষের শাসন ছাড়া বাংলাদেশকে এগিয়ে নেওয়া সম্ভব নয়। জামায়াতে ইসলামী যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায়, তাহলে মদিনা সনদের আদলে রাষ্ট্র পরিচালনার প্রচেষ্টা চালানো হবে এবং সকল নাগরিকের অধিকার নিশ্চিত করা হবে।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাতে কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে একটি পাঠাগার উদ্বোধন ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আরও পড়ুন: রায়পুরায় কাউকেই গ্রীন সিগন্যাল দেওয়া হয়নি বলে দাবি মনোনয়ন প্রত্যাশীদের
শ্রীপুর এলাকার বিশিষ্ট মুরব্বি সৈয়দ মুহিবুর রহমানের সভাপতিত্বে ও ব্রাহ্মণবাজার ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মাওলানা লুতফুর রহমানের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী ও উপজেলা জামায়াতের আমির অধ্যাপক আব্দুল মুনতাজিম, সেক্রেটারি প্রভাষক বেলাল আহমদ চৌধুরী, ইসলামী শ্রমিক কল্যাণ ফেডারেশন জেলার সেক্রেটারি আব্দুল মুমিত, জামায়াতের উলামা বিভাগের সেক্রেটারি হাফিজ আব্দুল আজিজ, ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা হাসান আলী, টিম সদস্য মাওলানা আব্দুস শহীদ, উপজেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি মুহিম উদ্দিন, সাবেক সেক্রেটারি আবু বক্কর মোহাম্মদ সিপন, ইসলামী পশ্চিম শাখার সভাপতি আশরাফুল ইসলাম শাহরিয়ার প্রমুখ।