সাতক্ষীরা কলারোয়া উপজেলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ১ আসামি আটক

Sanchoy Biswas
সৈয়দ আব্দুস সালাম পান্না, সাতক্ষীরা
প্রকাশিত: ৪:৪৭ অপরাহ্ন, ১৫ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ১২:৩২ পূর্বাহ্ন, ১৪ অক্টোবর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

সাতক্ষীরার কলারোয়ার শাকদাহ থেকে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামিকে আটক করা হয়েছে। আটক ব্যক্তির নাম আসাদুজ্জামান। সে যশোরের ঝিকরগাছার বাঁকড়া ইউনিয়নের ছোট পোদাউলিয়া গ্রামের রুহুল আমিনের পুত্র। রোববার সন্ধ্যা ৮টার দিকে তাকে আটক করা হয়।

বাঁকড়া পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই শামিম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি সাজাপ্রাপ্ত আসাদুজ্জামান কলারোয়া থানার শাকদাহ গ্রামে তার শ্বশুরবাড়িতে অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে দ্রুত ফোর্স নিয়ে শাকদাহ গ্রামে তার শ্বশুরবাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। তাকে সোমবার যশোর আদালতে পাঠানো হয়েছে।

আরও পড়ুন: নাসিরনগরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

এএসআই শামিম আরো বলেন, আসাদুজ্জামান ১৮০ পিস ফেনসিডিলসহ ২০১২ সালে নড়াইল জেলায় আটক হন। এ ব্যাপারে তার বিরুদ্ধে থানায় মামলা হয়। উক্ত মামলায় জামিনে মুক্তি পাওয়ার পর থেকে আসাদুজ্জামান পলাতক ছিলেন। পরবর্তীতে নড়াইল জেলা আদালতে তার বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় যাবজ্জীবন কারাদণ্ড ও দশ হাজার টাকা জরিমানা, অনাদায়ী বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়।