‎নেত্রকোনা জেলা ছাত্রদল সভাপতির ব্যতিক্রমী উদ্যোগ

Sanchoy Biswas
হৃদয় রায় সজীব, নেত্রকোনা
প্রকাশিত: ৬:৫৫ অপরাহ্ন, ২২ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ১২:৪৮ অপরাহ্ন, ২৮ নভেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

শিক্ষাবান্ধব মনোভাব থেকে নেত্রকোনা জেলা ছাত্রদলের সভাপতি অনিক মাহবুব চৌধুরী গ্রহণ করেছেন এক ব্যতিক্রমী উদ্যোগ। সোমবার (২২ সেপ্টেম্বর) তিনি জেলার সদর উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মাদরাসা পরিদর্শন করে শিক্ষার পরিবেশ, সুবিধা-অসুবিধা সম্পর্কে খোঁজখবর নেন।

এ সময় কোমলমতি শিশুদের মাঝে চকোলেট ও ক্রীড়া সামগ্রী বিতরণ করলে শিক্ষার্থীরা উচ্ছ্বসিত হয়ে ওঠে। বিদ্যালয় কর্তৃপক্ষও এ উদ্যোগকে স্বাগত জানায়।

আরও পড়ুন: ধামরাইয়ে পার্কিং করা যাত্রীবাহী বাসে রহস্যজনক আগুন

উপস্থিত ছিলেন সদর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব গোলাম রাব্বি, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক আশরাফুল ইসলাম দীপসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

জেলা ছাত্রদল সভাপতি অনিক মাহবুব চৌধুরী বলেন, ভবিষ্যতে নেত্রকোনার শিক্ষার মানোন্নয়নে সর্বদা সচেষ্ট থাকব।

আরও পড়ুন: খুলনা ১ আসনে কৃষ্ণ নন্দী জামায়াতের প্রার্থী হতে পারে