পিরোজপুর জেলা বিএনপির নতুন কমিটিকে জামায়াতের শুভেচ্ছা

Sanchoy Biswas
মো. শফিকুল ইসলাম, পিরোজপুর
প্রকাশিত: ৮:৩৯ অপরাহ্ন, ২২ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ৪:২৭ অপরাহ্ন, ২৮ নভেম্বর ২০২৫
পিরোজপুর জেলা বিএনপির আংশিক কমিটির আহ্বায়ক নজরুল ইসলাম খান ও সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমত। ছবিঃ সংগৃহীত
পিরোজপুর জেলা বিএনপির আংশিক কমিটির আহ্বায়ক নজরুল ইসলাম খান ও সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমত। ছবিঃ সংগৃহীত

পিরোজপুর জেলা বিএনপি'র নতুন আহ্বায়ক কমিটি প্রকাশ হওয়ায় শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জামায়াতে ইসলামী পিরোজপুর জেলা শাখা। রোববার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে জেলা জামায়াতের প্রচার ও মিডিয়া সম্পাদক সোহরাব হোসাইন জুয়েল এক প্রেস ‎বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছেন।

এতে বলা হয়, জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ তাফাজ্জল হোসাইন ফরিদ এবং সেক্রেটারি অধ্যক্ষ মোহাম্মদ জহিরুল হক বিএনপির জেলার নতুন কমিটিতে নজরুল ইসলাম খানকে আহ্বায়ক, সাইদুল ইসলাম কিসমতকে সদস্য সচিব, এলিজা জামানকে যুগ্ম আহ্বায়ক এবং অধ্যক্ষ আলমগীর হোসাইনকে সদস্য মনোনীত করায় প্রত্যেককে পৃথকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।

আরও পড়ুন: কৃষক দল নেতা খন্দকার নাসিরের অপকর্মের বিরুদ্ধে ব্যবস্থা নিতে তারেক রহমানের কাছে মহিলা দলনেত্রীর আবেদন

এদিকে জামায়াত মনোনীত পিরোজপুর-১ আসনের প্রার্থী মাসুদ সাঈদী, পিরোজপুর-২ শামীম সাঈদী ও পিরোজপুর-৩ অধ্যাপক আব্দুল জলিল শরীফও বিএনপি'র নতুন কমিটিকে অভিনন্দন জানিয়েছেন।

বিজ্ঞপ্তির মাধ্যমে নেতৃবৃন্দ বলেন, বিএনপির আহ্বায়ক কমিটি আগামী দিনের জন্য যোগ্যতম এবং মেধাবীদের মাধ্যমে একটি সুন্দর জেলা কমিটি গঠনের মাধ্যমে পিরোজপুর জেলা সংগঠনকে সুসংগঠিত এবং মজবুত করতে ভূমিকা রাখবেন। তারা জেলা কমিটির প্রত্যেক সদস্যের সাফল্য এবং সুস্বাস্থ্য কামনা করেছেন।

আরও পড়ুন: ধামরাইয়ে পার্কিং করা যাত্রীবাহী বাসে রহস্যজনক আগুন

এর আগে গত (২ সেপ্টেম্বর) রাতে পিরোজপুর সদর উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিলে ভোট গণনার সময় দুই গ্রুপের মধ্যে হাতাহাতি ও ব্যালট ছিনতাইয়ের ঘটনার পরদিন বুধবার (৩ সেপ্টেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জেলা কমিটি বিলুপ্ত করা হয়।

পরে আজ রোববার বিকালে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে ‎পিরোজপুরে জেলা বিএনপির আংশিক আহ্বায়ক কমিটিতে নজরুল ইসলাম খানকে আহ্বায়ক, সাইদুল ইসলাম কিসমতকে সদস্য সচিব, এলিজা জামানকে ১ নম্বর যুগ্ম আহ্বায়ক ও অধ্যক্ষ আলমগীর হোসেনকে সদস্য করে আংশিক আহ্বায়ক কমিটি প্রকাশ করে।