টঙ্গীতে কেমিক্যাল গুদামে বিস্ফোরণে দগ্ধ এক ফায়ার সার্ভিস কর্মীর মৃত্যু

Any Akter
জেলা প্রতিনিধি, গাজীপুর
প্রকাশিত: ৪:৫৮ অপরাহ্ন, ২৩ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ৪:৫৮ অপরাহ্ন, ২৩ সেপ্টেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

গাজীপুরের টঙ্গীর বিসিক শিল্পনগরীর সাহারা মার্কেটে বিস্ফোরণ থেকে অগ্নিকাণ্ডের ঘটনায় অগ্নিদগ্ধ হয়ে শামীম আহমেদ (৪০) নামে এক ফায়ার সার্ভিস কর্মীর মৃত্যু হয়েছে।  মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বেলা তিনটার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। অগ্নিকান্ডের তার শরীরের ১০০ শতাংশই দগ্ধ হয়েছিল। টঙ্গী ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম কর্মকর্তা তালহা বিন জসিম এ তথ্য নিশ্চিত করেছেন। 

নিহত শামীম আহমেদ নেত্রকোনা জেলার কেন্দুয়া থানার মৃত- আব্দুল হামিদের পুত্র৷ তিনি টঙ্গী ফায়ার স্টেশনে ফায়ার ফাইটার পদে কর্মরত ছিলেন। 

আরও পড়ুন: ধামরাইয়ে পার্কিং করা যাত্রীবাহী বাসে রহস্যজনক আগুন

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ পরিচালক মোহাম্মদ মামুন জানান, আজ বেলা ৩ টায় চিকিৎসারত অবস্থায় ফায়ার ফাইটার শামীম মারা গেছেন। তার পরিবারের লোকজন রয়েছে সেখানে। সব জটিলতা শেষ করে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।

প্রসঙ্গত, সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে চারটার দিকে গাজীপুরে টঙ্গী বিসিক শিল্প নগরীর সাহারা মার্কেট এলাকায় একটি পোশাক কারখানায় ব্যবহৃত কেমিক্যালের গুদামে এ ঘটনা ঘটে। এসময় ভেতরে থাকা লোকজন দৌড়ে বের হয়ে আসেন। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। এসময় কেমিক্যালের ড্রাম বিস্ফোরণ হয়ে চারজন ফায়ার সার্ভিসের কর্মীসহ মোট পাঁচজন দগ্ধ হন।

আরও পড়ুন: খুলনা ১ আসনে কৃষ্ণ নন্দী জামায়াতের প্রার্থী হতে পারে