কাহালুতে ডাকাতির প্রস্তুতিকালে ৫ ডাকাতকে গণধোলাই

বগুড়ার কাহালু উপজেলা কালাই ইউনিয়নের কুর্ণিপাড়া বাজারের তিনদিঘী গামী (পূর্বে ১২ মাইল) পাকা রাস্তার উপরে ডাকাতির প্রস্তুতিকালে স্থানীয় জনসাধারণ ৫ ডাকাতকে আটক করে এবং গণধোলাই দিয়ে পুলিশে দেয়।
গত রাত আনুমানিক ১০টার সময় কালাই ইউনিয়নের কুর্ণিপাড়া বাজার এলাকা থেকে (পূর্ব দিকে ১২ মাইল) তিনদিঘী গামী পাকা রাস্তায় দেশীয় অস্ত্রসহ ডাকাতির প্রস্তুতিকালে স্থানীয় জনসাধারণ বুঝতে পেরে ডাকাত দলের ৫ সদস্যকে আটক করে গণধোলাই দেয়। এছাড়াও অন্য ডাকাত দলের সদস্য পালিয়ে যায়।
আরও পড়ুন: রায়পুরায় কাউকেই গ্রীন সিগন্যাল দেওয়া হয়নি বলে দাবি মনোনয়ন প্রত্যাশীদের
আটককৃত ডাকাত দলের সদস্যরা শিবগঞ্জ উপজেলার বিহারহাট গ্রামের স্বাধীন (৪২) পিতা অজ্ঞাত, সংসারদিঘী গ্রামের হযরত আলীর ছেলে রাকিবুল হাসান (১৮), একই গ্রামের মোজাফ্ফরের ছেলে মনিরুজ্জামান (২৪), আলিগ্রাম গ্রামের বুলুর ছেলে জাকরিয়া (২০), আলিগ্রামের ছামছুদ্দিনের ছেলে মেজবাউল হাসান নাঈম (২২), বগুড়াসহ অজ্ঞাত ৮-১০ জন।
ডাকাত দলের কাছ থেকে উদ্ধারকৃত অস্ত্রগুলো— ১টি চাপাতি, ১টি বার্মিজ চাকু, ২টি স্টিলের লাঠি, ২টি ইলেকট্রিক শক দেওয়ার যন্ত্র।
আরও পড়ুন: কুলাউড়ায় গ্রাম পুলিশদের বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করলেন জেলা প্রশাসক
পরবর্তীতে কাহালু থানা পুলিশ সংবাদ পেয়ে ঘটনাস্থল হতে ৫ ডাকাত সদস্যকে উদ্ধার করে এবং আইনগত ব্যবস্থা গ্রহণ করে।
এ বিষয়ে কাহালু থানার অফিসার ইনচার্জ (ওসি) নিতাই বাবু বিষয়টি নিশ্চিত করে জানান যে, ডাকাতির প্রস্তুতিকালে উক্ত ঘটনাস্থল হতে ৫ ডাকাত সদস্যকে গ্রেফতার করা হয়েছে। পরবর্তীতে উক্ত আসামিদেরকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলা হাজতে পাঠানো হয়েছে বলে জানান তিনি।