মাউশি ভেঙে গঠিত হচ্ছে পৃথক দুই অধিদপ্তর

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৯:২২ অপরাহ্ন, ১২ অক্টোবর ২০২৫ | আপডেট: ৯:২২ অপরাহ্ন, ১২ অক্টোবর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) ভেঙে নতুন দুটি পৃথক অধিদপ্তর গঠনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। একটি হবে মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর, অপরটি কলেজ শিক্ষা অধিদপ্তর নামে পরিচালিত হবে।

রোববার (১২ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব সিফাত উদ্দিনের স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।

আরও পড়ুন: এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের তারিখ ঘোষণা

অফিস আদেশে বলা হয়েছে, “মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর থেকে মাধ্যমিক শিক্ষাকে পৃথক করে ‘মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর’ এবং ‘কলেজ শিক্ষা অধিদপ্তর’ প্রতিষ্ঠার বিষয়ে প্রধান উপদেষ্টা সদয় সম্মতি জ্ঞাপন করেছেন।”

দুটি পৃথক অধিদপ্তর প্রতিষ্ঠার লক্ষ্যে ছয় সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী ৩০ দিনের মধ্যে দুটি পৃথক অর্গানোগ্রাম ও কার্যতালিকা প্রণয়ন করে মন্ত্রণালয়ে জমা দিতে নির্দেশনা দেওয়া হয়েছে।

আরও পড়ুন: ‘জুলাই শহীদ ও যোদ্ধাদের’ স্বীকৃতি প্রদান, আজীবন ভাতার দাবিতে রাজধানীতে বিক্ষোভ

গঠিত কমিটিতে আহ্বায়ক হিসেবে রয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের যুগ্মসচিব (সরকারি মাধ্যমিক অধিদপ্তর) এবং সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন উপসচিব বা সিনিয়র সহকারী সচিব (সরকারি মাধ্যমিক-১)।

সরকারি সূত্র জানিয়েছে, নতুন দুটি অধিদপ্তর গঠনের মাধ্যমে মাধ্যমিক ও কলেজ পর্যায়ের প্রশাসনিক কার্যক্রম আরও কার্যকর, সমন্বিত ও সময়োপযোগীভাবে পরিচালনা করা যাবে।