শরীয়তপুরে আওয়ামী লীগ নেতা জাহিদের বাড়িতে ডিম নিক্ষেপ, এনসিপি কর্মীদের ক্ষোভ
যুক্তরাষ্ট্রে এনসিপি নেতা আখতার হোসেনের ওপর ডিম নিক্ষেপের ঘটনায় ক্ষোভ ছড়িয়ে পড়েছে দেশে। এর জের ধরে আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক জাহিদ হাসানের শরীয়তপুরের নড়িয়া উপজেলার বাড়ির দেওয়াল ও প্রধান ফটকে পাল্টা ডিম নিক্ষেপ করেছেন স্থানীয় এনসিপির নেতাকর্মী ও ছাত্র-জনতা।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় শরীয়তপুরের নড়িয়া উপজেলার চামটা ইউনিয়নের তেলিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
আরও পড়ুন: ক্ষমতা বদলালেও বদলায়নি সিটিজেন চার্টার: নেই কার্যকর মোবাইল-ইমেইল
স্থানীয় সূত্র জানায়, সোমবার (২২ সেপ্টেম্বর) জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সফরসঙ্গী হয়ে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে যান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এনসিপির সদস্যসচিব আখতার হোসেন, জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা প্রমুখ। জন এফ কেনেডি বিমানবন্দরে পৌঁছালে তাদের লক্ষ্য করে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতাকর্মীরা ডিম ছুড়ে এবং কটূক্তি করে।
এ ঘটনায় অভিযুক্ত হিসেবে উঠে আসে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক জাহিদ হাসানের নাম। এর প্রতিবাদে মঙ্গলবার সন্ধ্যায় জেলা এনসিপির সমন্বয়কারী অ্যাডভোকেট রুহুল আমিনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল হয়। পরে নেতাকর্মীরা জাহিদ হাসানের শরীয়তপুরের বাড়ির প্রধান ফটক ও দেওয়ালে ডিম নিক্ষেপ করে।
আরও পড়ুন: আশুলিয়া এসিল্যান্ড অফিসে নিরাপত্তা প্রহরীর নিয়ন্ত্রণে দাপ্তরিক কাজ
এ বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহ্বায়ক ইমরান আল নাজির বলেন, যুক্তরাষ্ট্রে ড. মুহাম্মদ ইউনূসের সফরসঙ্গীদের ওপর ডিম নিক্ষেপের ঘটনায় ক্ষোভ প্রকাশ করতেই তার দেশের বাড়িতে প্রতীকীভাবে ডিম নিক্ষেপ করা হয়েছে।
তবে জেলা এনসিপির যুগ্ম সমন্বয়কারী সবুজ তালুকদার বলেন, কারা ডিম ছুড়েছে আমরা নিশ্চিত নই। আমাদের প্রতিবাদ রাজপথেই হবে মিছিল ও স্লোগানের মাধ্যমে। কারও বাড়িতে হামলা করা আমাদের উদ্দেশ্য নয়।
নড়িয়া থানার পরিদর্শক (তদন্ত) সুকান্ত দত্ত বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।





