কক্সবাজারে জমি বিরোধে জামায়াত নেতা ছুরিকাঘাতে হত্যা, আটক ১

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১১:১১ পূর্বাহ্ন, ৩০ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ১১:১১ পূর্বাহ্ন, ৩০ সেপ্টেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

কক্সবাজার সদর উপজেলার চৌফলদণ্ডী ইউনিয়নের নতুন মহাল বাজারে ছুরিকাঘাতে আমজাদ হোসেন (স্থানীয় ওয়ার্ড যুব জামায়াত সভাপতি ও কোরআনের হাফেজ) নিহত হয়েছেন। সোমবার (২৯ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে স্থানীয় রাফি (নিষিদ্ধ ছাত্রলীগ নেতা ও ওয়ার্ড সভাপতি) ও আরও দুই যুবক প্রকাশ্যে আমজাদকে উপর্যুপরি ছুরিকাঘাত করে। তার পেটে দুটি ও পিঠে একটি গভীর ক্ষত হয়। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

আরও পড়ুন: কাপাসিয়ার কৃতিসন্তান প্রাক্তন সচিব আইয়ুবুর রহমান খানের জানাজা সম্পন্ন

নিহত আমজাদ স্থানীয় মৃত নুরুল কবিরের ছেলে। আর অভিযুক্ত রাফি একই এলাকার ছৈয়দ নূরের ছেলে।

আমজাদের বড় ভাই ও কক্সবাজার সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাদ্দাম হোসেন বলেন, আমার ভাইকে ছাত্রলীগের অস্ত্রধারীরা পরিকল্পিতভাবে হত্যা করেছে। আমরা খুনিদের ফাঁসি চাই।

আরও পড়ুন: সিলেট প্রেসক্লাবের নতুন নেতৃত্ব: সভাপতি মুক্তাবিস উন-নূর, সম্পাদক সিরাজ

সদর উপজেলা জামায়াতের সেক্রেটারি আজিজুর রহমান অভিযোগ করেন, আওয়ামী লীগ আমলে অভিযুক্তদের পরিবার রাজনৈতিক প্রভাব খাটিয়ে আমজাদদের জমি দখল এবং একাধিক মামলা দিয়েছে। এর ধারাবাহিকতায় এই হত্যাকাণ্ড ঘটেছে।

সদর মডেল থানার ওসি ইলিয়াস খান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠিয়েছে। ঘটনাস্থল থেকে একজনকে আটক করা হয়েছে, অন্যদের ধরতে অভিযান চলছে।

হত্যাকাণ্ডের প্রতিবাদে কক্সবাজার শহরে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল। মিছিলে খুনিদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।