খাগড়াছড়িতে জুম্ম ছাত্র-জনতার অবরোধ স্থায়ীভাবে প্রত্যাহার

Sadek Ali
লিটন ভট্টাচার্য্য রানা, খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশিত: ১:১১ অপরাহ্ন, ০৪ অক্টোবর ২০২৫ | আপডেট: ১:১১ অপরাহ্ন, ০৪ অক্টোবর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

খাগড়াছড়িতে স্থগিত অবরোধ কর্মসূচি প্রত্যাহার জুম্ম ছাত্র জনতার। শনিবার (৪ অক্টোবর) সকালে জুম্ম ছাত্র জনতার নিজস্ব ফেইজবুক পেইজ থেকে এ ঘোষণা দেয়া হয়। এতে জানানো হয়, প্রশাসনের আশ্বাসকে বিবেচনায় রেখে ৫ অক্টোবর পর্যন্ত ঘোষিত “স্থগিত অবরোধ” কর্মসূচি প্রত্যাহার করা হচ্ছে।

খাগড়াছড়ি ও গুইমারায় সংঘটিত সহিংসতায় গত ১ অক্টোবর জেলা পরিষদ চেয়ারম্যান, খাগড়াছড়ি জেলা প্রশাসক, পুলিশ সুপার, এনএসআই জেলা প্রধান, ডিজিএফআই জেলা প্রধান, এনডিসি ও এএসপি (তদন্ত) প্রতিনিধিদের উপস্থিতিতে “জুম্ম ছাত্র-জনতা”-এর পক্ষ থেকে দ্বিতীয় দফা আলোচনা অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন: কাপাসিয়ায় কৃষকদলের উদ্যোগে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া

বৈঠকে স্পষ্টভাবে ৮ দফা দাবি, ১৪৪ ধারা প্রত্যাহার এবং সংঘটিত ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করা হয়। 

আলোচনায় প্রশাসনের পক্ষ থেকে দাবিসমূহ বাস্তবায়নের আশ্বাস প্রদান করা হয় এবং শহীদ পরিবারের প্রতি নগদ পঞ্চাশ হাজার টাকা প্রদান করার বিষয়টি জানানো হয়।

আরও পড়ুন: সারিয়াকান্দিতে রংধনু গ্রামীণ সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

জুম্ম ছাত্র-জনতা, জরুরি বৈঠকে সিদ্ধান্তে,‘শহীদদের ধর্মীয় রীতি অনুযায়ী পুন্যকর্ম সম্পাদন, আহত ও ক্ষতিগ্রস্তদের মানবিক সহায়তা প্রদান এবং প্রশাসনের আশ্বাস বিবেচনায় রেখে ৫ অক্টোবর পর্যন্ত ঘোষিত “স্থগিত অবরোধ” কর্মসূচি প্রত্যাহার করা হয়।

এ সময় আরো জানানো হয়- অতি দ্রুত আমাদের ৮ দফা দাবি কার্যকর ভাবে বাস্তবায়ন না হলে, জুম্ম ছাত্র-জনতা আরও কঠোর, ব্যাপক ও অনির্দিষ্টকালের কর্মসূচি ঘোষণা করতে দ্বিধা করবে না বলে জুম্ম ছাত্র-জনতা মিডিয়া সেল থেকে অবরোধ প্রত্যাহার বিজ্ঞপ্তির ঘোষনা থেকে জানানো হয়।