রাউজানে বাসের ধাক্কায় হেফাজত নেতার মৃত্যু, চট্টগ্রামে মহাসড়ক অবরোধ

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ২:০৭ অপরাহ্ন, ০৮ অক্টোবর ২০২৫ | আপডেট: ২:০৭ অপরাহ্ন, ০৮ অক্টোবর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

চট্টগ্রামের রাউজান উপজেলায় সড়ক দুর্ঘটনায় হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সদস্য মাওলানা সোহেল চৌধুরী (৫০) নিহত হয়েছেন। 

বুধবার (৮ অক্টোবর) সকাল থেকে চট্টগ্রাম-খাগড়াছড়ি ও চট্টগ্রাম-রাঙামাটি মহাসড়ক অবরোধ করে বিক্ষোভে নেমেছেন হেফাজতের নেতাকর্মীরা। এতে উভয় দিকেই শত শত যানবাহন আটকা পড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

আরও পড়ুন: চুয়াডাঙ্গায় মদপানে ৬ জনের মৃত্যু, হাসপাতালে আরও ১

চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) কাজী মো. তারেক আজিজ বলেন, হেফাজতের নেতাকর্মীরা সড়ক অবরোধ করে রেখেছেন। আমরা তাদের সঙ্গে আলোচনা করে বিষয়টি সমাধানের চেষ্টা করছি।

প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার বিকেলে রাউজান উপজেলার নবীন সেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে চট্টগ্রাম-রাঙামাটি মহাসড়কে দুর্ঘটনাটি ঘটে।

আরও পড়ুন: বাংলাদেশকে সত্যিকার অর্থে উৎপাদনশীল করতে হলে দুর্নীতি বন্ধ করতে হবে: ড. মঈন খান

মাওলানা সোহেল চৌধুরী মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন। এ সময় পেছন থেকে আসা একটি বাস তার মোটরসাইকেলে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে **চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে** নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত মাওলানা সোহেল চৌধুরীর জন্মস্থান চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায়, তবে তিনি দীর্ঘদিন ধরে রাউজান পৌরসভার মেডিকেল গেট এলাকায় পরিবার নিয়ে বসবাস করছিলেন। তিনি ছিলেন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সদস্য এবং স্থানীয়ভাবে একজন প্রভাবশালী আলেম হিসেবে পরিচিত।

ঘটনার পর থেকেই এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।