খুলনায় ৪৪ কেজি হরিণের মাংসসহ যুবক আটক
খুলনার কয়রা উপজেলায় পুলিশ ও নৌবাহিনীর যৌথ অভিযানে ৪৪ কেজি হরিণের মাংসসহ সেলিম হাওলাদার (৩৫) নামের এক ব্যক্তিকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে কয়রা গ্রামের নিজ বাড়িতে অভিযান চালিয়ে তার ফ্রিজ থেকে হরিণের মাংস উদ্ধার করা হয়।
আরও পড়ুন: ধামরাইয়ে পার্কিং করা যাত্রীবাহী বাসে রহস্যজনক আগুন
আটক সেলিম হাওলাদার কয়রা এলাকার মৃত এইচ এম শওকত হোসেনের ছেলে।
কয়রা থানার উপপরিদর্শক (এসআই) তারিক মাহমুদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ও নৌবাহিনী যৌথভাবে অভিযান পরিচালনা করে। অভিযানে সেলিমের বাড়ি থেকে ৪৪ কেজি হরিণের মাংস উদ্ধার করা হয়। এ ঘটনায় বন্যপ্রাণী সংরক্ষণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
আরও পড়ুন: খুলনা ১ আসনে কৃষ্ণ নন্দী জামায়াতের প্রার্থী হতে পারে
আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, আটক সেলিম দীর্ঘদিন ধরে অবৈধভাবে বন্যপ্রাণীর মাংস ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।





