কুয়াশায় মোড়া পঞ্চগড়, জানালায় কড়া নাড়ছে শীত

Any Akter
মোঃ আসিফুজ্জামান আসিফ, পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশিত: ১:০০ অপরাহ্ন, ১১ অক্টোবর ২০২৫ | আপডেট: ১:০০ অপরাহ্ন, ১১ অক্টোবর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

আশ্বিনের শেষ প্রহরে এসে ঘন কুয়াশার চাদরে ঢেকে গেছে দেশের সর্বউত্তরের জেলা হিমালয়কন্যা খ্যাত পঞ্চগড়।গত কয়েক দিন ধরেই রাতে ও ভোরে হালকা কুয়াশা পড়লেও শুক্রবারের সকালটা ছিল একেবারেই অন্য রকম। ভোরে চোখ মেলতেই দেখা যায় চারপাশ সাদা কুয়াশায় মোড়ানো, দূরের দৃশ্যও অস্পষ্ট।

স্থানীয়রা বলছেন, ভোরের এই কুয়াশার সঙ্গে ঠান্ডা বাতাসে বইছে হালকা শীতের আমেজ। অনেকেই গায়ে হালকা চাদর কিংবা পাতলা জ্যাকেট জড়িয়ে বের হচ্ছেন সকালে কাজে বা বাজারে। চায়ের দোকানগুলোতেও জমে উঠেছে আড্ডা—কাপের পর কাপ ধোঁয়া ওঠা চায়ে মেতে উঠছে মানুষজন।

আরও পড়ুন: ধামরাইয়ে পার্কিং করা যাত্রীবাহী বাসে রহস্যজনক আগুন

পঞ্চগড়ে সকালে ঘন কুয়াশা থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদে তা কেটে যায়।আবার সন্ধ্যার পর গভীর রাতে তাপমাত্রা কমে ঠান্ডা পড়ে যায়। তেতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানান, আজকের তাপমাত্রা সর্বোচ্চ ৩৩.৫ ও সর্বনিম্ন ২৩.৯ ডিগ্রি সেলসিয়াস। আগামী কয়েক দিনের মধ্যে তাপমাত্রা আরও কিছুটা কমতে পারে।উত্তরের হিমেল হাওয়া বইতে শুরু করলে শীতের আমেজ আরও স্পষ্ট হবে।

প্রতিবছরের মতো এবারও পঞ্চগড়ের মানুষ শীতের এই আগমনকে আনন্দের সঙ্গে বরণ করে নিচ্ছেন। কেউ গরম পোশাক বের করছেন, কেউবা প্রস্তুতি নিচ্ছেন শীতের সকালে পিঠা-পায়েসের আসর বসানোর। শীত পড়লেই গ্রামগঞ্জে শুরু হয় পিঠাপুলির আমেজ।আর এভাবে প্রতিবছর শীতকে বরণ করে নেয় উত্তরের এই জনপদবাসী। 

আরও পড়ুন: খুলনা ১ আসনে কৃষ্ণ নন্দী জামায়াতের প্রার্থী হতে পারে