কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে আগুন,একঘন্টার প্রচেষ্টায় নিয়ন্ত্রণ

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৮:০০ পূর্বাহ্ন, ১৯ অক্টোবর ২০২৫ | আপডেট: ৮:০০ পূর্বাহ্ন, ১৯ অক্টোবর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

দেশব্যাপী সারাদিন চলা অগ্নিকাণ্ড আতঙ্কের মধ্যেই শনিবার (১৮ অক্টোবর) রাতে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

রাত সোয়া ৮টার দিকে কক্সবাজার পৌরসভার কলাতলীর ডলফিন মোড় এলাকায় অবস্থিত বিশ্ববিদ্যালয়ের ভাড়া ভবনের একটি কক্ষে আগুন লাগে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একাধিক ইউনিট। প্রায় এক ঘণ্টার চেষ্টায় রাত ৯টার দিকে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা হয়।

আরও পড়ুন: মেহেরপুর জামায়াত আমিরের গাড়ি থেকে অস্ত্রসহ আটক ৩ কর্মী

অগ্নিকাণ্ডের খবর ছড়িয়ে পড়লে স্থানীয় বাসিন্দা ও শিক্ষার্থীরা ঘটনাস্থলে জড়ো হন। এতে দমকলকর্মীদের আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হয় বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার জাহাঙ্গীর সেলিম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ইসলামিক স্টাডিজ বিভাগে থাকা একটি কম্পিউটারের শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। এ ঘটনায় কয়েকটি কম্পিউটার ও কিছু বই পুড়ে গেছে বলে তিনি জানান। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।

আরও পড়ুন: টাঙ্গাইল মেডিকেল কলেজে নারী ওয়াশরুমে গোপন ক্যামেরা: ইন্টার্ন চিকিৎসক আটক

উল্লেখ্য, শনিবার সারাদিনে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, চট্টগ্রাম ইপিজেডসহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এরই মধ্যে কক্সবাজারের একমাত্র বেসরকারি বিশ্ববিদ্যালয়ে আগুন লাগায় স্থানীয়দের মধ্যে নতুন করে উদ্বেগ ছড়িয়ে পড়েছে।