বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন

মুন্সীগঞ্জে তিনটি হত্যাকাণ্ডের প্রধান আসামি কাউন্সিলর সাগর গ্রেফতার

Sadek Ali
মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২:০৪ অপরাহ্ন, ২৩ অক্টোবর ২০২৫ | আপডেট: ৬:৪৯ অপরাহ্ন, ২৩ অক্টোবর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

মুন্সীগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে তিনটি হত্যা মামলার প্রধান আসামি, কাউন্সিলর ও  (নিষিদ্ধ ঘোষিত) পৌর ছাত্রলীগের সেক্রেটারি মো. সাজ্জাত হোসেন সাগর (৩০) কে সহযোগীসহ গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

বুধবার (২৩ অক্টোবর) রাত ১টা ১০ মিনিটের দিকে রাজধানীর ডেমরা থেকে গোপন সংবাদের ভিত্তিতে মুন্সীগঞ্জ ডিবি পুলিশের একটি চৌকস দল অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

আরও পড়ুন: ছাত্রলীগ নেতাকে বহন করা প্রিজনভ্যান ঘিরে ছাত্র-জনতার বিক্ষোভ, ফাঁসি দাবি

গ্রেফতারকৃত মো. সাজ্জাত হোসেন সাগর মুন্সীগঞ্জ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও পৌর ছাত্রলীগের সেক্রেটারি। শহরের চর শিলমন্দি এলাকার মো. আবুল হাসেম গাজী ও বিলকিস বেগমের পুত্র।

ডিবি পুলিশ জানায়, সাজ্জাত হোসেন সাগর গত বছরের ৪ আগস্ট মুন্সীগঞ্জে সংঘটিত তিনটি হত্যাকাণ্ডে নেতৃত্ব দেন এবং প্রকাশ্যে অস্ত্রের মহড়া প্রদর্শন করেন। ঘটনার পর থেকে তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন।

আরও পড়ুন: চরফ্যাশনে তারেক রহমান ঘোষিত ৩১ দফার লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

অভিযানে তার সহযোগী মো. সাগর মিয়া (২৯) কে গ্রেফতার করা হয়। তিনি মিরকাদিম পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের চিশতিবাড়ি এলাকার বাসিন্দা। তিনি মিরকাদিম পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন।

উল্লেখ্য, সাজ্জাত হোসেন সাগর পূর্বে মুন্সীগঞ্জ পৌরসভার কাউন্সিলর হিসেবেও দায়িত্ব পালন করেছেন। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। ১০ দিনের রিমান্ড চাওয়া হবে বলে নিশ্চিত করেছে মুন্সীগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ।