নরসিংদীতে আগুনে পুড়লো ৩ শিল্পকারখানা

নরসিংদীর মাধবদীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে কাপড় তৈরির তিনটি শিল্পকারখানা ভস্মীভূত হয়েছে। আগুন নেভাতে মাধবদী ও নরসিংদীর ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট একসাথে কাজ করেছে। এতে কারখানা তিনটির উৎপাদিত মালামাল পুড়ে ব্যাপক ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।
বুধবার (২২ অক্টোবর) বিকেলে সদর উপজেলার মাধবদী থানাধীন বিরামপুর এলাকার একই ব্যক্তির মালিকানাধীন হাজী টেক্সটাইল, আরিয়ান টেক্সটাইল ও নিঝুম টেক্সটাইল নামে তিনটি শিল্প প্রতিষ্ঠানে এ দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন: মাদারীপুরের নতুন ডিসি আফছানা কিশোরগঞ্জের রত্নগর্ভা মেধাবী মুখ
মাধবদী ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বিকেল প্রায় ৪টার দিকে আগুনের খবর পেয়ে মাধবদী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় দেড় ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে এবং সন্ধ্যার দিকে আগুন সম্পূর্ণ নির্বাপণ করা হয়।
ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার (ইনচার্জ) মো. রায়হান বলেন, আগুন লাগা তিনটি প্রতিষ্ঠানের মালিক হাজী জালাল উদ্দিনের কারখানার মালামাল আগুনে ভস্মীভূত হয়েছে। খবর পেয়ে দ্রুত আমাদের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে কেউ আহত বা নিহত হয়নি। তিনি আরও বলেন, আগুন প্রথমে হাজী টেক্সটাইলে লাগে এবং পরে তা দ্রুত অন্য দুটি কারখানায় ছড়িয়ে পড়ে।
আরও পড়ুন: পুলিশের পৃথক অভিযানে পুলিশের ভেস্ট, চাকু ও মাদক উদ্ধার, গ্রেফতার ১৭
ভুক্তভোগী হাজী জালাল উদ্দিন জানান, তার তিনটি কারখানায় লাগা আগুনে বিদেশি মেশিনসহ সুতা ও কাপড় পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও বলা যাচ্ছে না।