জুলাই সনদ নিয়ে হাসনাত আব্দুল্লাহর ক্ষোভ

‘রক্ত দিতে আমরা প্রথম, কিন্তু ক্ষমতায় আমাদের জায়গা নেই’

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৪:১৮ অপরাহ্ন, ১৮ অক্টোবর ২০২৫ | আপডেট: ৪:১৮ অপরাহ্ন, ১৮ অক্টোবর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

জুলাই সনদ স্বাক্ষরের পর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন। শনিবার (১৮ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দুইটি ছবি সংযুক্ত করে তিনি লেখেন, রক্ত দিতে হলে আমরা সবার আগে থাকি, কিন্তু ক্ষমতার প্রশ্ন এলে আমাদের আর খুঁজে পাওয়া যায় না।

তিনি বলেন, দেশে পরিবর্তনের সময় মাঠে থাকা আন্দোলনকারীরা আজ সিদ্ধান্ত গ্রহণের জায়গায় নেই। তার পোস্টে তিনি ইঙ্গিত করেন, যারা আন্দোলনে রক্ত-ঘাম দিয়ে নেতৃত্ব দিয়েছেন, বর্তমান ক্ষমতার কাঠামো গঠনে তাদের ভূমিকা দেখা যাচ্ছে না।

আরও পড়ুন: আহত যোদ্ধা ও শহীদ পরিবারের কাছে সালাহউদ্দিনকে ক্ষমা চাওয়ার আহ্বান নাহিদের

পোস্টে তিনি গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশে ফিরে আসা ড. মুহাম্মদ ইউনূসকে স্বাগত জানানোর মুহূর্তের ছবি এবং ঢাকা দক্ষিণ প্লাজায় শুক্রবার অনুষ্ঠিত জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের আরেকটি ছবি পাশাপাশি তুলে ধরেন। প্রথম ছবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা ইউনূসকে অভ্যর্থনা জানাচ্ছেন, আর দ্বিতীয় ছবিতে প্রধান উপদেষ্টার পাশে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের দেখা যায়—তবে এনসিপির প্রতিনিধিত্ব নেই।

প্রসঙ্গত, জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) উপস্থিত ছিল না এবং দলটি সনদেও স্বাক্ষর করেনি।

আরও পড়ুন: আর রাস্তায় নয়, রাজনীতি সংসদকেন্দ্রিক করতে হবে: মির্জা ফখরুল