টেকনাফে পুলিশের বিশেষ অভিযানে অপহৃত ভিকটিম উদ্ধার
কক্সবাজারের টেকনাফে মুক্তিপণের দাবিতে অপহৃত এক কিশোরকে জীবিত উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত অপহরণকারীরা পালিয়ে গেলেও তাদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে টেকনাফ মডেল থানার পুলিশের একটি দল হ্নীলা ইউনিয়নের মোচনী রেজিস্টার্ড ক্যাম্প সংলগ্ন পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে ওই কিশোরকে উদ্ধার করে।
আরও পড়ুন: যাত্রীবাহী বাসের নিচে অটোরিকশা, ৩ জনের মৃত্যু
উদ্ধার হওয়া কিশোরের নাম মো. রিয়াজ উদ্দিন (১৫)। তিনি টেকনাফ উপজেলার দক্ষিণ হ্নীলা ৯ নম্বর ওয়ার্ডের পশ্চিম লেদা এলাকার আবদুর রশিদের ছেলে।
ভিকটিমের বাবা আবদুর রশিদ টেকনাফ মডেল থানাকে জানান, তার ছেলে ২১ অক্টোবর সকাল ১১টার দিকে টমটম চালাতে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি।
আরও পড়ুন: সালথায় দেশীয় প্রজাতির মাছের তীব্র সংকট
এর কিছুক্ষণ পর দুপুর সাড়ে ১২টার দিকে এক অজ্ঞাত ব্যক্তি ফোন করে জানায়, রিয়াজ তাদের হেফাজতে আছে এবং তাকে জীবিত ফেরত পেতে হলে ১২ লাখ টাকা মুক্তিপণ দিতে হবে। টাকা না দিলে ছেলেকে হত্যা করার হুমকিও দেওয়া হয়।
পরিবার থেকে খবর পেয়ে টেকনাফ মডেল থানার পুলিশ একটি অভিযান পরিচালনা করে। অভিযানে কিশোর রিয়াজ উদ্দিনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়।
টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, অপহৃত কিশোরকে হ্নীলা মোচনী রেজিস্টার্ড ক্যাম্পের পাশে পাহাড়ি এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। অপহরণকারীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। তাদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত আছে।
স্থানীয়রা জানায়, সম্প্রতি সীমান্তবর্তী এলাকাগুলোয় মুক্তিপণ ও অপহরণের ঘটনা বেড়ে গেছে। দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর পদক্ষেপ না নিলে এমন ঘটনা আরও বাড়তে পারে বলে আশঙ্কা তাদের।





