বগুড়ায় মাদক ব্যবসার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বাড়িঘর ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগ, আহত ৩

Sanchoy Biswas
বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: ৫:৩৯ অপরাহ্ন, ২৪ অক্টোবর ২০২৫ | আপডেট: ৫:৪৩ পূর্বাহ্ন, ২৫ অক্টোবর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বগুড়া শহরের উত্তর চেলোপাড়া (সান্দার পট্টি) বটতলায় মাদক ব্যবসার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা পাল্টা-পাল্টি হামলা চালিয়ে ৩০টি বাড়িতে ভাংচুর, লুটপাট এবং অগ্নিসংযোগ করেছে। এতে ধারালো অস্ত্র দিয়ে তিনজন গুরুতর আহত হয়েছে। আহত ব্যক্তিরা বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি হয়েছেন।

পরে এক আহত যুবকের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে। খবর পেয়ে অপর পক্ষ নারুলি পশ্চিম পাড়ার বসতবাড়িতে হামলা চালিয়ে লুটপাট ও অগ্নিসংযোগ শুরু করে। স্থানীয়রা জানান, ওই সময় নারুলি পশ্চিম পাড়ার বাসিন্দারা বাড়ি ফেলে পালাতে বাধ্য হন।

আরও পড়ুন: কাপাসিয়ায় তাওহিদী জনতার উদ্যোগে ইসকন নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকালে উত্তর চেলোপাড়া (সান্দার পট্টি) বটতলার রবিন (২৫), পিচ্চি মিয়া (২২) ও আশরাফ (২৮) নামের তিন যুবককে নারুলি পশ্চিম পাড়ার কয়েকজন ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে। আহতদের শজিমেকে ভর্তি করা হয়। পরে খবর ছড়িয়ে পড়ার পর দুই শতাধিক নারী-পুরুষ লাঠি, সোটা ও ধারালো অস্ত্র নিয়ে নারুলি পশ্চিম পাড়ায় হামলা চালায়।

হামলাকারীরা কমপক্ষে ৩০টি বাড়ি ভাঙচুর ও লুটপাট করে, ৫টি বাড়ির ২০টি ঘরে অগ্নিসংযোগ চালায়। ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট এক ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ইকবাল করিম বাবলু, আপেল মাহমুদ, সাইফুল ইসলাম ও জাফর খানের বাড়ির ২০টি কক্ষ এবং দুটি দোকানের মালামাল পুড়ে যায়।

আরও পড়ুন: কুলাউড়ায় বিশেষ অভিযানে ১৪ জন গ্রেপ্তার

নারুলী পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক মাসুদ করিম জানান, হামলাকারীরা পুলিশকে বদ্ধমূল অবস্থায় রেখে নারুলি পশ্চিম পাড়ায় হামলা চালিয়েছে। বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান বাসির বলেন, এঘটনার মূল কারণ মাদক ব্যবসার নিয়ন্ত্রণ এবং আধিপত্য বিস্তার। এখনও কেউ থানায় মামলা করেনি, তবে হামলাকারীদের ধরতে পুলিশ ও অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনী অভিযান চালাচ্ছে।