বিসিক শিল্পনগরীতে গ্যাস লিকেজে বিস্ফোরণ, দগ্ধ ৬ শ্রমিক
নারায়ণগঞ্জের বিসিক শিল্পনগরীতে এস এম ডাইং প্রিন্টিং অ্যান্ড ফিনিশিং কারখানায় গ্যাস লাইনের লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে বয়লার রুমে কাজ করা ছয়জন শ্রমিক দগ্ধ হয়েছেন।
রোববার (২৬ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন: লাখাইয়ে বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার
দগ্ধদের পরিচয় পাওয়া গেছে— আল আমিন (৩০), আজিজুল্লা (৩২), সেলিম (৩৫), জালাল মোল্লা (৪০), নাজমুল হুদা (৩৫) এবং সিকিউরিটি সুপারভাইজার নুর মোহাম্মদ (৩৫)।
কারখানায় কর্মরত দগ্ধ শ্রমিক আল আমিন জানান, সকালে বয়লার রুমে কাজ চলছিল। হঠাৎ গ্যাস লাইনে লিকেজ থেকে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। মুহূর্তেই ভেতর জুড়ে আগুন ছড়িয়ে পড়ে। এতে তারা সবাই দগ্ধ হন। পরে সহকর্মীরা দ্রুত তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসেন।
আরও পড়ুন: পাবনায় ট্রাকের ধাক্কায় দুই শিক্ষার্থীসহ তিনজনের মৃত্যু
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান নিশ্চিত করেছেন যে, দগ্ধ ছয়জনকেই জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে। তিনি জানান, চিকিৎসা চলছে এবং ড্রেসিং শেষে শরীরের কত শতাংশ দগ্ধ হয়েছে তা জানানো সম্ভব হবে।
দুর্ঘটনার কারণ তদন্তে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ শুরু করেছে।





