বড়াইগ্রামে গোডাউনে ১৩ টন গুলির খোসা নিয়ে নানা রহস্য

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৯:২০ পূর্বাহ্ন, ২৬ অক্টোবর ২০২৫ | আপডেট: ৯:২০ পূর্বাহ্ন, ২৬ অক্টোবর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

নাটোরের বড়াইগ্রাম উপজেলার আহমেদপুর বাজারে অবস্থিত একটি ব্যবসা প্রতিষ্ঠানের গোডাউনে বিপুল পরিমাণ সরকারি বন্দুকের গুলির খোসা পাওয়ার ঘটনায় এলাকায় সাময়িক উত্তেজনা সৃষ্টি হয়েছিল। শিহাব এন্টারপ্রাইজ নামের ওই প্রতিষ্ঠানের গুদাম থেকে প্রায় সাড়ে ১৩ টন খোসা উদ্ধার করে যৌথবাহিনী।

শনিবার (২৫ অক্টোবর) দুপুরে এ অভিযানে নেতৃত্ব দেন নাটোরের পুলিশ সুপার তরিকুল ইসলাম।

আরও পড়ুন: পাবনায় ট্রাকের ধাক্কায় দুই শিক্ষার্থীসহ তিনজনের মৃত্যু

এ বিষয়ে প্রতিষ্ঠানের মালিক শিহাব হোসেন (৩৫) বলেন, এগুলো সব বৈধভাবে কেনা। রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট থেকে নিলামে গুলির খোসা বিক্রি হয়। একটি প্রতিষ্ঠান নিলামের মাধ্যমে তা কিনে পরে আমরা তাদের কাছ থেকে নিয়ম মেনে কাগজপত্রসহ ক্রয় করি। সব নথি আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দেখিয়েছি।

পুলিশ সুপার তরিকুল ইসলামও বিষয়টির বৈধতা নিশ্চিত করে বলেন, গুদামে থাকা গুলির খোসাগুলো নিলাম প্রক্রিয়ায় ক্রয় করা হয়েছে বলে যাচাই-বাছাইয়ে প্রমাণ পাওয়া গেছে। প্রথমে সন্দেহ দেখা দিলেও কাগজপত্র মিলিয়ে বিষয়টি পরিষ্কার হওয়ায় আর কোনো জটিলতা নেই।

আরও পড়ুন: পুরান ঢাকায় বাসার সিঁড়িতে শিক্ষার্থীর মরদেহ

প্রথমে ঘটনাটি জানাজানি হলে এলাকায় কৌতূহল তৈরি হয়। তবে বৈধতার সত্যতা নিশ্চিত হওয়ার পর পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে। বর্তমানে খোসাগুলো গুদামেই নিরাপদে রাখা আছে।