কমলনগরে মেম্বারের বিরুদ্ধে এক নারীর জমি দখলের অভিযোগ
লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার তোরাবগঞ্জ ইউনিয়নের চরপাগলা গ্রামের মনোয়ারা বেগম নামে এক অসহায় নারীর ক্রয়কৃত জমি দখলের অভিযোগ উঠেছে ওই এলাকার ছিদ্দিক মেম্বার নামে এক ইউপি সদস্যের বিরুদ্ধে। ভুক্তভোগী মনোয়ারা বেগম উপজেলার চরপাগলা এলাকার আবুল কাশেমের স্ত্রী। অভিযুক্ত ছিদ্দিক চর লরেন্স ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মেম্বার।
ভুক্তভোগী মনোয়ারা বেগম জানান, ১৩ বছর আগে মোঃ ইসমাইল হোসেনের কাছ থেকে চরপাগলার মৌজার ডিয়ারা ৪৮ নম্বর খতিয়ানের ৩৪২ নম্বর দাগের সাড়ে ১৯ শতাংশ জমি ক্রয় করেন তিনি। জমি ক্রয় করার পর থেকে তার ওই সম্পত্তির উপর নজর পড়ে স্থানীয় মেম্বার ছিদ্দিকের। জমিটি তার প্রয়োজন বলে মেম্বারের ক্ষমতার দাপট দেখিয়ে মনোয়ারার ক্রয়কৃত জমি দখল করে সেখানে প্রভাব বিস্তার করে গাড়ি পার্কিং করছেন এবং পুকুরে মাছ চাষ করছেন। বিষয়টি মনোয়ারা পুলিশকে জানালেও তারা কোনো ব্যবস্থা নেয়নি।
আরও পড়ুন: মাইক ভাড়া করে গালাগাল করার পর বিদেশযাত্রার স্বপ্ন পূরণ হচ্ছে রাব্বির
এদিকে স্থানীয়রা জানান, ছিদ্দিক মেম্বার প্রভাবশালী ও টাকাওয়ালা হওয়ায় তিনি কাউকে মানছেন না। ওই জমিকে কেন্দ্র করে তিনি ধান্দা বাঁধানোর পাঁয়তারা করছেন। এলাকায় সমাধান করবে বলে আদালত থেকে আপসনামা এনেও সমাধান করেননি। জোর করে জমিটি দখল করাই তার উদ্দেশ্য।
এ বিষয়ে ইউপি সদস্য (মেম্বার) আবু ছিদ্দিক বলেন, “জমিটি আমার প্রয়োজন। আমিও টাকা দিয়ে ক্রয় করেছি। মনোয়ারা আমার নামে বিভিন্ন মামলা-মোকদ্দমা করেছে, কোনো লাভ হয়নি। তার যা ইচ্ছা করতে বলুন, আমার কোনো সমস্যা নেই। শেষ পর্যন্ত ওই জমির মালিক আমিই হবো।”
আরও পড়ুন: ড্যাফোডিল ও সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীদের সংঘর্ষে ধ্বংসস্তূপ ক্যাম্পাস, থমথমে পরিস্থিতি
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম বলেন, “এ ব্যাপারে থানায় অভিযোগ দিলে পুলিশ বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেবে।”





