জুলাই মঞ্চের নেত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা, এনসিপি নেতা গ্রেফতার

Sadek Ali
চাঁদপুর প্রতিনিধি
প্রকাশিত: ১২:০৭ অপরাহ্ন, ৩০ অক্টোবর ২০২৫ | আপডেট: ১২:০৭ অপরাহ্ন, ৩০ অক্টোবর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় এক তরুণীকে ধর্ষণের চেষ্টার মামলায় এনসিপির নেতা আল আমিন সৈকতকে গ্রেফতার করা হয়েছে।

বুধবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় ফরিদগঞ্জ উপজেলার গুপ্টি পূর্ব ইউনিয়নের শ্রী কালিয়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।

আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় ট্রান্সফর্মার বিস্ফোরণ, দগ্ধ ৮ মাদ্রাসাছাত্রী

আল আমিন সৈকত ফরিদগঞ্জ উপজেলা এনসিপির যুগ্ম সমন্বয়ক। তার গ্রেফতারের তথ্য নিশ্চিত করেছেন ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহ আলম।

শাহ আলম জানান, ওই তরুণীর চাঁদপুরের কচুয়া উপজেলার বাসিন্দা। তিনি গত ৫ অক্টোবর ওই নেত্রী আল আমিনের বাড়ি ফরিদগঞ্জের শ্রীকালিয়া গ্রামে গিয়ে অনশন শুরু করেন। তার দাবি এনসিপির নেতা আল আমিন সৈকতের সাথে প্রেমের সম্পর্ক গড়ে ওঠেছিল। দীর্ঘদিনের সেই সম্পর্ক বিয়েতে রূপান্তর করার দাবিতে দুই দিন অনশন চলার পর বিষয়টি নিয়ে মীমাংসার চেষ্টা করলেও শেষ পর্যন্ত কোনো প্রকার সমাধান হয়নি।

আরও পড়ুন: সাতক্ষীরার ৫ গ্রামের চলাচলের একমাত্র ভরসা ভাসমান বাঁশের সাঁকো

পরে রবিবার (২৬ অক্টোবর) ওই নেত্রী চাঁদপুর আদালতে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধিত ২০০৩) অনুযায়ী একটি মামলা (নারী ও শিশু মামলা নং-৩৪৭/২০২৫) দায়ের করেন।

মামলাটি আদালত আমলে নিয়ে আল আমিন সৈকতের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। সেই পরোয়ানার ভিত্তিতে বুধবার সন্ধ্যায় ফরিদগঞ্জে অবস্থানরত সেনাবাহিনী ও ফরিদগঞ্জ থানা পুলিশ তাকে গ্রেফতার করেন।

এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো শাহ্ আলম জানান, ধর্ষণের চেষ্টা মামরায় আদালতের গ্রেফতারি পরোয়ানা অনুযায়ী যৌথ বাহিনী এনসিপি নেতা আল আমিন সৈকতকে গ্রেফতার করা হয়েছে। আগামীকাল তাকে আদালতে প্রেরণ করা হবে।

এদিকে এনসিপির চাঁদপুর জেলার প্রধান সমন্বয়ক মাহবুব আলম ওই তরুণীর অভিযোগ মিথ্যা দাবি করে ওই নেতাকে গ্রেফতারের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

তিনি বলেন, “এ ব্যাপারে আগেইউভয় পক্ষকে নিয়ে আলোচনা হয়েছিল। সেখানে অন্তত ১০ জন আইনজীবী ও গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন। উভয়ের কথা শুনে কোনো তথ্যপ্রমাণ না পাওয়ায় মেয়ের অভিভাবক তাকে বাসায় ফেরত নিয়ে যান।