বিএফএ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন বিদ্যুৎ বয়েজ ক্লাব

বগুড়ায় আন্তর্জাতিক ক্রিকেট আবার ফিরবে: তামিম ইকবাল

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৯:৩৪ অপরাহ্ন, ৩১ অক্টোবর ২০২৫ | আপডেট: ৬:১৫ পূর্বাহ্ন, ০১ নভেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বগুড়ায় আবারও আন্তর্জাতিক ক্রিকেট ফিরে আসবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল খান। শুক্রবার (৩১ অক্টোবর) বিকেলে বগুড়া সদরের এরুলিয়া হাইখোলা বালুর মাঠে অনুষ্ঠিত বিএফএ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বগুড়া ফুটবল একাডেমির আয়োজনে আয়োজিত টুর্নামেন্টের ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন হয়েছে বিদ্যুৎ বয়েজ ক্লাব। খেলায় প্রতিদ্বন্দ্বিতা করে বিদ্যুৎ বয়েজ ক্লাব ও তরুণ যুব সংঘ। হাজারো দর্শকের উপস্থিতিতে অনুষ্ঠিত উত্তেজনাপূর্ণ ফাইনালে প্রথমার্ধে ১-০ গোলের ব্যবধানে এগিয়ে যায় বিদ্যুৎ বয়েজ ক্লাব এবং শেষ পর্যন্ত সেই ব্যবধানেই জয় লাভ করে।

আরও পড়ুন: চাঁদপুরে একাত্তর ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় বিনামূল্যে চিকিৎসা ও ঔষুধ বিতরণ

খেলার উদ্বোধন করেন বগুড়া ফুটবল একাডেমির প্রধান পৃষ্ঠপোষক ও ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির সদস্য ইসরাফিল খসরু।

খেলা শেষে চ্যাম্পিয়ন দলের অধিনায়কের হাতে ট্রফি ও প্রাইজমানি তুলে দেন প্রধান অতিথি তামিম ইকবাল খান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বগুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কালাম আজাদ, বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক এসোসিয়েশনের সদস্য সচিব সৈয়দ আমিনুল হক দেওয়ান সজলসহ অন্যান্য অতিথিবৃন্দ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বগুড়া ফুটবল একাডেমির সভাপতি মো. শহিদুল ইসলাম শহিদ।

আরও পড়ুন: সিলেটে নিজ বাসার ছাদে আ.লীগ নেতা খুন

বক্তব্যে তামিম ইকবাল বলেন, “বগুড়ায় যদি একটি মানসম্মত ক্রিকেট একাডেমি গড়ে তোলা যায়, তাহলে এখান থেকেও মুশফিকুর রহিম ও তৌহিদ হৃদয়ের মতো ক্রিকেটার জাতীয় দলে জায়গা করে নিতে পারবে। আমি বগুড়ার মাঠে অনেকবার খেলেছি, এটি বাংলাদেশের অন্যতম সেরা ব্যাটিং উইকেট। ইনশাআল্লাহ ভবিষ্যতে এখানেই আবার আন্তর্জাতিক ক্রিকেট ফিরবে।”