গোবিন্দগঞ্জে গাঁজাসহ এক নারী মাদক কারবারি গ্রেফতার
ছবিঃ সংগৃহীত
গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌর শহরের থানামোড় চারমাথায় গোপন সংবাদের ভিত্তিতে সৈয়দপুর-বগুড়াগামী যাত্রীবাহী বাস মোস্তারি পরিবহনে তল্লাশি করে মাদক কারবারি দোলনা বেগম (৩৫)-এর কাছে অভিনব কায়দায় রাখা আড়াই কেজি গাঁজা উদ্ধার করে তাকে আটক করেছে গোবিন্দগঞ্জ থানা পুলিশ।
আজ সোমবার বিকাল সাড়ে ৩টার দিকে গোবিন্দগঞ্জ থানার সেকেন্ড অফিসার এস.আই. সেলিম রেজা ও এস.আই. তাহসিনুর রহমান সঙ্গীয় পুলিশ ফোর্স এ অভিযান পরিচালনা করেন। আটককৃত দোলনা বেগম বগুড়া সদর উপজেলার নিশিন্দারা মন্ডল পাড়ার আল হেলাল ওরফে দুলু খন্দকারের মেয়ে। গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বুলবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় একটি মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।
আরও পড়ুন: কুলাউড়ায় বিএনপির মনোনয়ন দৌড়ে জয়ী শকু





