বগুড়ায় আ.লীগ-যুবলীগ নেতাসহ ৫ জন পুনরায় গ্রেফতার
বগুড়ায় আওয়ামী লীগ–যুবলীগ নেতাসহ ৫ জনকে শো-কজ (শ্যোন অ্যারেস্ট) করে পুনরায় গ্রেফতার করা হয়েছে। এতে জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ডাবলু (৪৫), জেলা আওয়ামী লীগের নেতাকর্মীসহ মোট ৫ জন আসামিকে পুনঃগ্রেফতার দেখিয়ে হাজতি পরোয়ানা মূলে কারাগারে প্রেরণ করা হয়েছে।
গত বছরে দেশব্যাপী বৈষম্যবিরোধী ছাত্র–জনতার আন্দোলনের সময় ৩ আগস্ট বগুড়া শহরের বড়গোলায় ছাত্র–জনতার মিছিলে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে মিছিলকারীদের আহত করার মামলায় গ্রেফতার হওয়া ও বর্তমানে কারাবন্দি এই আসামিদের পুনঃগ্রেফতার দেখানো হয়েছে।
আরও পড়ুন: ক্ষমতা বদলালেও বদলায়নি সিটিজেন চার্টার: নেই কার্যকর মোবাইল-ইমেইল
এই মামলায় পুনঃগ্রেফতারকৃত অন্য চারজন হলেন—বগুড়ার দশমাইল এলাকার আব্দুল জলিলের ছেলে শাকিল, শাখারিয়ার এলাকার আলতাব হোসেনের ছেলে বিপ্লব, গাবতলীর সুখানপুকুর এলাকার মকবুল হোসেনের ছেলে মশিউর রহমান, এবং প্রথমাছা গ্রামের মৃত আছর আলীর ছেলে গোফ্ফার আলী।
ওই কারাবন্দি আসামিদের এই মামলায় পুনঃগ্রেফতারের জন্য তদন্তকারী কর্মকর্তা পুলিশ উপপরিদর্শক (এসআই) আব্দুস সালাম এবং আসামি পক্ষের আইনজীবী পৃথক পৃথক আবেদন করেন।
আরও পড়ুন: আশুলিয়া এসিল্যান্ড অফিসে নিরাপত্তা প্রহরীর নিয়ন্ত্রণে দাপ্তরিক কাজ
আজ রবিবার (২ নভেম্বর) সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বগুড়া সদর আমলি আদালতের বিজ্ঞ বিচারক মেহেদী হাসান এই আদেশ প্রদান করেন।





