বিএনপি নেতার দিঘিতে বিষপ্রয়োগ, মারা গেছে ২ কোটি টাকার মাছ

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১১:২২ পূর্বাহ্ন, ০৫ নভেম্বর ২০২৫ | আপডেট: ১:৫৩ অপরাহ্ন, ০৫ নভেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বিএনপির দলীয় মনোনয়ন ঘোষণার পর রাজশাহী-৪ (বাগমারা) আসনে দলীয় প্রার্থী ডিএম জিয়াউর রহমান জিয়ার সমর্থকদের বিরুদ্ধে রাজনৈতিক প্রতিপক্ষের দিঘিতে বিষ প্রয়োগের অভিযোগ উঠেছে। এতে প্রায় ২ কোটি টাকার মাছ মারা গেছে বলে দাবি করেছেন ভুক্তভোগী গোবিন্দপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান।

সোমবার (৩ নভেম্বর) রাতে ইউনিয়ন পরিষদ সংলগ্ন এলাকায় চেয়ারম্যান হাবিবুর রহমানের ৩৫ বিঘা আয়তনের দিঘিতে বিষ প্রয়োগের ঘটনা ঘটে। হাবিবুর রহমান অভিযোগ করেন, বিএনপি প্রার্থী জিয়াউর রহমানের অনুসারীরাই রাজনৈতিক প্রতিশোধ নিতে এই ঘটনা ঘটিয়েছে।

আরও পড়ুন: চকরিয়ায় বাস-মাইক্রোবাস সংঘর্ষে ৫ জন নিহত

তিনি আরও বলেন, আমি বিএনপির মনোনয়নবঞ্চিত অধ্যাপক কামাল হোসেনের অনুসারী। মনোনয়ন ঘোষণার পর রাতেই আমার দিঘিতে বিষ দেওয়া হয়। সকালে মাছ মরে ভেসে উঠলে পাহারাদার বিষয়টি আমাকে জানায়।

হাবিবুর দাবি করেন, তাঁর ক্ষতির পরিমাণ প্রায় দুই কোটি টাকা। তিনি বলেন, “দিঘির পাশেই বিলের মাছচাষিদের জিয়ার সমর্থকরা হুমকি দিয়েছিল। এরপর রাতেই বিষ প্রয়োগ করা হয়েছে।

আরও পড়ুন: চাঁদপুরে পাসপোর্ট করতে এসে দুই রোহিঙ্গা নারী আটক

তবে অভিযোগ অস্বীকার করে বিএনপি প্রার্থী ডিএম জিয়াউর রহমান জিয়া বলেন, অভিযোগ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত। নিজেই বিষ দিয়েছেন হাবিবুর। আমার লোক গিয়ে দেখেছে, দিঘির বড় মাছ একটিও মরেনি। যদি প্রমাণ হয় মাছ মারা গেছে, আমি ক্ষতিপূরণ দেব।

এ বিষয়ে বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম বলেন, চেয়ারম্যান হাবিবুর মৌখিকভাবে অভিযোগ জানিয়েছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, সোমবার উপজেলা বিএনপির আহ্বায়ক ডিএম জিয়াউর রহমানকে রাজশাহী-৪ আসনে দলীয় প্রার্থী ঘোষণা করা হয়। এ আসনে মনোনয়নপ্রত্যাশী ছিলেন উপজেলা বিএনপির সদস্যসচিব অধ্যাপক কামাল হোসেন, যার অনুসারী চেয়ারম্যান হাবিবুর রহমান।