আমি গণতন্ত্রের জন্য শেখ মুজিবের বিরুদ্ধে লড়াই করেছি: কাজী মনিরুজ্জামান মনির
বিএনপি'র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য কাজী মনিরুজ্জামান মনির বলেছেন, "আমি গণতন্ত্রের জন্যে স্বৈরাচারী শেখ হাসিনার পিতা শেখ মুজিবের বিরুদ্ধে লড়াই করেছি। আমি শহীদ জিয়াউর রহমানের আহবানে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলাম।"
৫ নভেম্বর বুধবার বিকেলে উপজেলার তারাবো পৌরসভায় উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের আয়োজিত এক কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আরও পড়ুন: বগুড়ায় বিড়ালকে কুপিয়ে হত্যা থানায় জিডি
এ সময় তিনি আরও বলেন, "২০১৮ সালে বিএনপি থেকে আমাকে মনোনয়ন দেওয়া হয়েছিল। ওই নির্বাচনে দিনের ভোট রাতে হয়েছে। তখন স্বৈরাচারী সরকারের সাবেক মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর ছাত্রলীগ-যুবলীগ আমার বাড়ি ঘেরাও করে রেখেছিল। আমার স্ত্রীর মিছিলে হামলা চালিয়েছিল। বাংলাদেশ একটি সংকটময় সময় অতিক্রম করছে, আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এ দেশের মানুষকে গণতন্ত্র ফিরিয়ে দিতে হবে।"
কর্মীসভা চলাকালীন সময় বিএনপি'র মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান ভূইয়া দিপু এসে উপস্থিত হন।
আরও পড়ুন: কৃষকদল নেতা খন্দকার নাসিরের বিরুদ্ধে সন্ত্রাস, চাঁদাবাজি ও কমিটি বাণিজ্যের অভিযোগ বিএনপির দপ্তরে
এ সময় মোস্তাফিজুর রহমান ভূইয়া দিপু বলেন, "আমি মনোনয়ন পেয়েছি আমি তা বলবো না, মনোনয়ন পেয়েছে রূপগঞ্জের প্রতিটা মানুষ। রূপগঞ্জের মানুষ যা চেয়েছে দল তাই করেছে। কাজী মনিরুজ্জামান মনির কাকা অভিজ্ঞ মানুষ। আমি তাঁর হাত ধরেই নির্বাচন করতে চাই। প্রতিটি ঘরে ঘরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আমরা ৩১ দফা বাস্তবায়নের জন্য কাজ করে যাব।"
এ সময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন, জেলা বিএনপি'র সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক নাসির উদ্দিন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুবুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন, সাধারণ সম্পাদক উদ্দিন বাচ্চু, জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি আবু মোহাম্মদ মাসুম, তারাবো পৌর যুবদলের সদস্য সচিব কাজী আহাদ, তারাবো পৌর বিএনপি নেতা মনোয়ার হোসেন শাওনসহ আরও অনেকে।





