বিজিবির কঠোর প্রতিবাদ
‘লালমনিরহাটে ভারতের ৬২ কিলোমিটার দখল’ গুজব ও মিথ্যাচার
সামাজিক যোগাযোগমাধ্যমে “লালমনিরহাটে ভারতের ৬২ কিলোমিটার দখল?” শিরোনামে প্রচারিত সংবাদকে ‘সম্পূর্ণ মিথ্যা, উদ্দেশ্যপ্রণোদিত ও রাষ্ট্রবিরোধী গুজব’ বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সংস্থাটি বলেছে, একটি স্বার্থান্বেষী মহল সামাজিক মাধ্যমে বিভ্রান্তি ছড়ানোর মাধ্যমে রাষ্ট্রের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অপচেষ্টা চালাচ্ছে।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, সম্প্রতি কিছু গোষ্ঠী সামাজিক যোগাযোগমাধ্যমে ‘লালমনিরহাটে ভারতের ৬২ কিলোমিটার দখল’ শিরোনামে যে সংবাদ বা মন্তব্য প্রচার করছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন, মনগড়া ও রাষ্ট্রবিরোধী। এর মাধ্যমে জনমনে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করা হচ্ছে।”
আরও পড়ুন: সকলকে ঐক্যবদ্ধভাবে ধানের শীষের পক্ষে কাজ করতে হবে: ইয়াসের খান চৌধুরী
বিজ্ঞপ্তিতে বিজিবি জোর দিয়ে জানায়, সার্বভৌম বাংলাদেশ ভূখণ্ডের সীমান্তের প্রতিটি ইঞ্চি বিজিবির নিয়ন্ত্রণে রয়েছে। সীমান্ত রক্ষায় বিজিবির প্রতিটি সদস্য দেশপ্রেম ও সর্বোচ্চ পেশাগত দক্ষতা নিয়ে দায়িত্ব পালন করছে।”
বিজিবি আরও জানায়, সীমান্তে আইনশৃঙ্খলা ও সার্বভৌমত্ব রক্ষায় তারা সর্বদা প্রস্তুত এবং কোনো অনুপ্রবেশ বা সীমান্ত লঙ্ঘনের ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়। বিজিবি সামাজিক যোগাযোগমাধ্যমে যেকোনো তথ্য প্রচারের আগে যাচাই করার।
আরও পড়ুন: রূপপুর পারমাণবিক প্রকল্পে কাঠের স্তূপে আগুন, ৪৫ মিনিটে নিয়ন্ত্রণে
জনগণকে অনুরোধ করা হচ্ছে, কোনো সংবাদ বা মন্তব্য শেয়ার বা প্রচার করার আগে তার সত্যতা যাচাই করুন। অপপ্রচারকারীদের সম্পর্কে সতর্ক থাকুন। সংস্থাটি গুজব ছড়ানো ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেছে। বিজিবি প্রত্যেক নাগরিককে দেশের স্বার্থ ও সীমান্তের নিরাপত্তা রক্ষায় সহযোগিতা করার আহ্বান জানায়।
তারা বলেন, বাংলাদেশের সীমান্ত সুরক্ষিত, বিজিবি সবসময় দেশের সার্বভৌমত্ব রক্ষায় অঙ্গীকারবদ্ধ।





